সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: ভাঙড়ে ডেঙ্গু প্রতিরোধে পথে নামলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক , ব্লক স্বাস্থ্য আধিকারিক ও জনপ্রতিনিধি। বৃহস্পতিবার সকালে তাঁরা ডেঙ্গু সতর্কতা মূলক প্রচার ও পরিচ্ছন্নতা অভিযান করেন।
এদিন তাঁরা ভাঙড় ২ নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের লাঙলবেকি গ্রামে যান। ডেঙ্গু নিয়ন্ত্রণ অভিযানে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধি ছাড়া অংশ নেন ভিসিটি, ভিএসটি, ভিআরপি ও আশা কর্মীরা।
আশা ও ভিআরপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সতর্কতা প্রচার ও সমীক্ষা করেন। ভিসিটি কর্মীরা মশানাশক স্প্রে, গাছের ডগা কাটা ও পয়ঃপ্রণালী পরিস্কার এবং জল জমা পাত্র নষ্ট করেন। বিডিও কার্তিক চন্দ্র রায়, বিএমওএইচ হিরণ্ময় বসু ও পঞ্চায়েত সমিতির সদস্য খাইরুল ইসলাম এদিন কাজের তদারকি করেন। পাশাপাশি কাস্তে হাতে ঝোপ পরিস্কার করতেও দেখা যায় তাঁদের।
বিডিও কার্তিক চন্দ্র রায় এদিন সাংবাদিকদের এক প্রশ্নে জানান এখনও পর্যন্ত ভাঙড় ২ নম্বর ব্লকে ৫৬ জন ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত। এদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন।
বিএমওএইচ হিরণ্ময় বসু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমরা নিয়মিত সতর্কতা প্রচার চালাচ্ছি। ডেঙ্গু হলে ব্লক হাসপাতালে চিকিৎসা নিন। সাংবাদিকদের পঞ্চায়েত সমিতির সদস্য খাইরুল ইসলাম বলেন, আমার এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ভিএসটি,ভিসিটি, ভিআরপি ও আশা কর্মীরা খুব ভালো কাজ করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct