সাদ্দাম হোসেন মিদ্দে, সল্টলেক: বুধবার “ভাঙড় , ভাঙড়” ধ্বনি উঠল সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণে। এদিন মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে বেঙ্গালুরু এফসি-র হয়ে খেলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের মনিরুল মোল্লা। খেলা শেষে ড্রেসিং রুমে ফিরছিলেন মনিরুল। তখন ভাঙড় থেকে আসা দর্শকরা “ভাঙড় , ভাঙড়” বলে চিৎকার করতে থাকেন। সম্ভবত তারা ভাঙড় থেকে আসা দর্শক।
এদিন দর্শকদের নিরাশ করেননি ভাঙড়ের মনিরুল। গ্যালারির দিকে হাত নেড়ে তিনি উৎসাহী দর্শকদের অভিবাদন গ্রহণ করেন।
উল্লেখ্য ভাঙড় ১ নম্বর ব্লকের তাড়দহ অঞ্চলের ভাটিপোতা গ্রামের বাসিন্দা মনিরুল মোল্লা। ভাঙড়ের ১৮ বছরের অটো চালকের ছেলেটি বেঙ্গালুর এফসিতে ৩ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। কেরালা ব্লাস্টার্স-এর বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাঁর অভিষেক হয় এবছর। এদিন ছিল তাঁর দ্বিতীয় ম্যাচ।
ভাঙড়ের ছেলে আইএসএল খেলছে এই আনন্দে উদ্বেলিত গোটা ভাঙড়। আনন্দ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ এদিন সল্টলেকেও আছড়ে পড়ে। এর আগে ভাঙড়ের নাম কলকাতার নামী টেলিভিশনের টকশোতে উচ্চারিত হয়েছে। কলকাতার রাজনৈতিক সভায় ভাঙড়ের নাম শোনা গেছে। তবে টেলিভিশনের টকশোতে কিংবা রাজপথের মিছিলে ভাঙড়ের নাম উচ্চারিত হয়েছে নেতিবাচকভাবে; বোম, বন্দুক, গোষ্ঠী দ্বন্দ্ব, রাজনৈতিক মারপিট প্রভৃতি কারণে। এবার ভাঙড়ের নাম ধ্বনিত হলো সল্টলেকের ফুটবল স্টেডিয়ামে। এর কারণ হল মনিরুল মোল্লা; এর কারণ হলো ফুটবল।
এদিনের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট দল জয়লাভ করে। ০-১ ব্যবধানে পরাজয় বরণ করে বেঙ্গালুরু এফসি। মাঠের খেলায় মনিরুল মোল্লার দল বেঙ্গালুরু এফসি পরাজিত হলেও মাঠের বাইরে দর্শকদের মন জিতেছে ভাঙড়ের মনিরুল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct