আপনজন ডেস্ক: বিএসপি সাংসদ কুনওয়ার দানিশ আলির বিরুদ্ধে বিজেপি সাংসদ রমেশ বিধুড়ির অসংসদীয় মন্তব্য নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লেখার কয়েক দিন পর স্পিকার অভিযোগগুলি প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়েছেন।
সূত্রের খবর, বিড়লা দক্ষিণ দিল্লির লোকসভা সাংসদ বিধুড়ির বিরুদ্ধে অভিযোগটি বিজেপি সাংসদ সুনীল কুমার সিংয়ের নেতৃত্বাধীন কমিটির কাছে পাঠান। গত সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন আলির বিরুদ্ধে অবমাননাকর ও আপত্তিকর শব্দ ব্যবহার করে বিতর্কের জন্ম দিয়েছিলেন বিধুরি।
বিধুড়ির মন্তব্যের পরে, আলি বিড়লাকে চিঠি লিখে তার মামলাটি প্রিভিলেজ কমিটিতে পাঠানোর অনুরোধ করেছিলেন। সেই সঙ্গে এই বিষয়ে তদন্তের আদেশ দেওয়ারও অনুরোধ করেছিলেন। যদিও বিএসপি সাংসদের বিরুদ্ধে কাটুয়া, মোল্লা, সন্ত্রাসী প্রভৃতি অসংসদীয় শব্দ ব্যবহারের জন্য বিজেপি বিধুড়িকে কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করেছিল সংসদের পক্ষ থেকে। বিধুড়ির এই মন্তব্যে সাধারণ ক্ষোভে সৃষ্টি হয় ও বিরোধী নেতারা বিধূড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, ডিএমকে-র কানিমোঝি এবং এনসিপি-র সুপ্রিয়া সুলে-সহ অন্যান্য বিরোধী সাংসদ বিধুড়িকে সংসদ থেকে সাসপেন্ড করার দাবি জানিয়েবলেন, তিনি যে ভাষা ব্যবহার করেছেন তা সংসদের ভিতরে বা বাইরে ব্যবহার করা উচিত নয়। সূত্রের খবর, বিড়লা সংসদে বিধুড়ির আপত্তিকর মন্তব্যের বিষয়টি “গুরুত্বসহকারে” নিয়েছেন এবং ভবিষ্যতে এই ধরনের আচরণের পুনরাবৃত্তি হলে “কঠোর ব্যবস্থা” নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইতিমধ্যেই বিধুড়িকে সতর্ক করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বিধুড়িকে শোকজ নোটিশও পাঠান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। বিজেপি সাংসদের এই ‘বিদ্বেষমূলক মন্তব্যের’ জন্য ক্ষমা চান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct