নিজস্ব প্রতিবেদক, হিঙ্গলগঞ্জ: বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকে শুরু হয়ে গেল বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর কাজ। দেখা গিয়েছে রাজ্যের বিদ্যুৎ বন্টনকারী সংস্থা একাধিক সময়ে সুন্দরবন এলাকায় সঠিক পরিষেবা দিতে সমস্যার মধ্যে পড়ে। যেমন লো ভোল্টেজ, তার ছিঁড়ে যাওয়া, ওভার ভোল্টেজের জেরে বিদ্যুত পরিষেবা ব্যাহত হয়। বিশেষ করে সমস্যা হয় প্রাকৃতিক দুর্যোগের সময়। বুলবুল, আম্ফান ও ইয়াশের সময় দেখা গিয়েছে সুন্দরবনের একাধিক গ্রাম দিনের পর দিন বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। কোন একটি সমস্যা হয়ে গেলে দু-একদিন পরে গিয়েও ঠিক করা হয় না। সেই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হলো পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ। সুন্দরবনে চালু হলো বিদ্যুতের স্মার্ট মিটার। এই স্মার্ট প্রিপেড মিটার এমন একটি মিটার যা একটি বেসরকারি সিম দ্বারা পরিচালিত হবে। আর এই মিটার লাগানোর কাজ শুরু হয়ে গেল বসিরহাটের হিঙ্গলগঞ্জে। মোবাইলের প্রিপেইড সিস্টেমের মতো এখানেও আগে রিচার্জ করতে হবে তারপরে মিলবে বিদ্যুৎ পরিষেবা। রিচার্জ শেষ হয়ে গেলে নিজে থেকেই বিদ্যুৎ সংযোগ কেটে যাবে।
আবার টাকা দিলে চালু হবে বিদ্যুৎ পরিষেবা ঠিক মোবাইল ফোনের মতো। আর পরিষেবা চালু হওয়ার কথা জানতে পেরে সমস্যায় পড়ছেন হিঙ্গলগঞ্জের দিনআনা দিন খাওয়া মানুষগুলি। তারা জানাচ্ছেন, আগে পোস্টপেড মিটার ছিল। রিডিং হয়ে গেলে বিল আসতো তারপরে টাকা পরিশোধ করার জন্য বেশ কিছুটা সময় পাওয়া যেত। এখন তা আর হবে না। অন্যদিকে এই মিটার হ্যাক করে বিদ্যুৎ চুরির ভয়টাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুন্দরবনের দরিদ্র খেটে খাওয়া মানুষের নুন আনতে পান্তা ফুরানোর সংসারে অনেকের নেই কোন মোবাইল ফোন। যদিও একটা ফোন থেকেও থাকে, একটা মেসেজ আসলেও তারা তা পড়তে পারেনা। তারা কি করে এই স্মার্ট প্রিপেইড মিটারের সুবিধা নেবেন?সেই কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct