বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা পূর্ব ইম্ফলের লুওয়াংসাংবামে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ব্যক্তিগত বাড়ি লক্ষ্য করে এগিয়ে আসতে থাকে। সে সময় পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়ির প্রায় ৫০০ মিটার আগে তাদের রুখে দেয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীদের হামলার চেষ্টার পর মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে, জুলাই থেকে নিখোঁজ দুই মেইতি ছাত্রের মৃতদেহের ছবি প্রকাশের পর রাজ্যে আবার সহিংসতা ছড়িয়ে পড়েছে। বুধবার রাজধানী ইম্ফল সহ অনেক জায়গায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থী ছিল। এই সহিংসতায় ৫০ জন আহত হয়েছে, যাদের অধিকাংশই স্কুল ছাত্র। আশ্চর্যের বিষয় হল মণিপুর সরকার আফস্পার মেয়াদ বাড়ালেও সহিংসতা ছড়িয়ে পড়া এলাকাগুলিকে ‘শান্তিপূর্ণ’ ঘোষণা করে রেখেছে। বুধবার, বিক্ষোভকারীরা থোবুল জেলায় বিজেপি অফিসে আগুন দেয়, ইম্ফলের বিজেপি সভাপতি শারদা দেবীর বাড়িতে আক্রমণ করে এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কুশপুত্তলিকা পোড়ায়। ইম্ফল পশ্চিম জেলায় বিক্ষোভকারীরা ডেপুটি কালেক্টরের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। বাড়ির কম্পাউন্ডে পার্ক করা দুটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং জানালার কাচ ভেঙে যায়। ইম্ফলের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, নকল বোমা এবং গুলি ছুড়েছে। ইম্ফলের সিং জামেই এলাকার এস উত্তম নামে ২০ বছর বয়সি এক ছাত্রের মাথায় একাধিক গুলি ঢুকে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। মণিপুরে নতুন করে সহিংসতা অব্যাহত থাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বৃহস্পতিবার শ্রীনগরের শীর্ষ পুলিশ কর্মকর্তা রাকেশ বালওয়ালকে মণিপুরে ফেরত পাঠানো হয়েছে। ২০১২ ব্যাচের আইপিএস অফিসার বলওয়াল জম্মু ও কাশ্মীরে কর্মরত মণিপুর ক্যাডারের। তিনি ২০২১ সালের শেষের দিকে শ্রীনগরের সিনিয়র পুলিশ সুপার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে এনআইএ-র এসপি হিসাবে দায়িত্ব পালন করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct