আপনজন ডেস্ক: কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বৃহস্পতিবার কলকাতার স্কুরে নিয়োগ দুর্নীতি মামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ অক্টোবর আবার তলব করেছে। যদিও ওই সময়
এমজিএনআরইজিএ-র আওতায় রাজ্যের পাওনা আটকে রাখার কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লিতে প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সাধারণ সম্পাদক, যিনি দলের দুই নম্বর হিসাবে বিবেচিত, তিনি কেন্দ্রীয় এজেন্সির পাঠানো চিঠিটি এক্স-এ শেয়ার করেছেন।
সোশ্যাল মিডিয়ায় অভিষেক এ ব্যাপারে লিখেছেন, এই মাসের শুরুতে দিল্লিতে #INDIA-র একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভার দিন ইডি আমাকে তলব করেছিল। আমি কর্তব্যনিষ্ঠভাবে হাজির হয়েছি এবং প্রদত্ত সমন মেনে চলেছি। আজ আবারও তারা আমাকে আরেকটি সমন পাঠিয়েছে, দিল্লিতে পশ্চিমবঙ্গের ন্যায্য পাওনার দাবিতে বিক্ষোভের দিন ৩ অক্টোবর তাদের সামনে হাজিরা দিতে হবে। এই স্পষ্ট প্রকাশ স্পষ্টভাবে তাদের উন্মোচন করে যারা সত্যিই উদ্বিগ্ন, বিচলিত এবং ভীত!
ইতিমধ্যে এই সমন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও এই অভিযোগের প্রতিক্রিয়ায় বিজেপি বলেছে, কাউকে তলব করার আগে কেন্দ্রীয় এজেন্সিগুলির তৃণমূলের সঙ্গে পরামর্শ করার দরকার নেই।
তৃণমুল সূত্র জানিয়েছে, আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে রাজঘাটে শ্রদ্ধা নিবেদন করবেন দলের অন্যান্য সাংসদ, বিধায়ক ও নেতারা। আগামী ৩ অক্টোবর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতরাজ মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করে এমজিএনআরইজিএ আওতায় একেশো দিনের কাজের বকেয়া টাকা না দেওয়ার বিষয়টি তুলে ধরবে তৃণমূলের একটি প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল দাবি করেছে বিজেপি নয়াদিল্লিতে টিএমসির কর্মসূচিকে ভয় পাচ্ছে এবং জনগণের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়অ তৃণমূল লিখেছে, @BJP4India, তুমি কত নিচে নামবে? প্রথমত, আপনি বাংলার জনগণের ন্যায্য পাওনা কেড়ে নেন এবং তাদের কষ্ট ভোগ করতে দেন এবং এখন, আপনি ৩ রা অক্টোবর, যেদিন দিল্লিতে প্রতিবাদ আন্দোলন হবে, সেই দিন জাতীয় জিএস শ্রী @abhishekaitc আপনার বন্দি তোতাপাখি @dir_ed মাধ্যমে ডেকে আমাদের জনগণের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে সুপ্রিম কোর্ট কয়লা ক্ষেত্রের লাইসেন্স বণ্টনে অনিয়মের অভিযোগে তদন্তে হস্তক্ষেপের প্রমাণ উল্লেখ করে আরেকটি কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে “খাঁচায় বন্দি তোতা” হিসাবে বর্ণনা করেছিল। সেই সময় কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ।
তৃণমূল তার পোস্টে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী @narendramodi শাসনামলে বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশটি কীভাবে ছাই হয়ে গেছে তা দেখার চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। কিন্তু বরাবরের মতোই আমরা লড়াই করব।
অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কাউকে ভয় না পায়, তাহলে ইডির সামনে হাজিরা দিতে ভয় পাচ্ছে কেন? কেন্দ্রীয় এজেন্সি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে হাজিরা দিতে বলেছে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে প্রায় নয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করায় অভিষেক তখন দাবি করেছিলেন বিরোধী দল ইন্ডিয়ার সমন্বয় কমিটির বৈঠকে তাকে অংশ নিতে বাধা দেওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর আগে ডায়মন্ড হারবারের দু’বারের তৃণমূল সাংসদকে ২০২১ সালে দিল্লিতে এবং ২০২২ সালে কলকাতায় কয়লা কেলেঙ্কারি মামলায় দু’বার জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। চলতি বছরের মে মাসে স্কুল চাকরি কেলেঙ্কারিতে তাকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct