আপনজন ডেস্ক: তরুণ স্প্যানিশ মিডফিল্ডার ফারমিন লোপেজের গোলে রিয়াল মায়োর্কার সাথে লা লিগায় শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা।
দুইবার পিছিয়ে পড়ে বার্সেলোনা লড়াইয়ে ফিরে এসেছিল। ম্যাচের শুরুতেই ভেডাট মুরিকি গোল করে স্বাগতিক মায়োর্কাকে এগিয়ে দেন। বিরতির আগে বার্সাকে সমতায় ফেরান রাফিনহা। প্রথমার্ধের ইনজুরি টাইমে আবডন প্রাটস মায়োর্কাকে আবারো লিড এনে দেন। ২০ বছর বয়সী লোপেজ দারুণ এক গোলে বার্সেলোনাকে এক পয়েন্ট উপহার দেন।
এ নিয়ে বার্সেলোনার জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন লোপেজ।
ম্যাচ শেষে বার্সা কোচ জাভি বলেছেন, ‘এ ধরনের অসতর্ক ভুল আর হবে না। আমাদের অবশ্যই উন্নতি করতে হবে। গত বছর আমরা দারুণ সংঘবদ্ধ একটি দল ছিলাম, রক্ষণভাগের ওপর আমরা বেশি মনোযোগী ছিলাম। আজ আমরা ভালোই খেলেছি। কিন্তু যে দুই ভুলে গোল হজম করতে হয়েছে সেটা হওয়া উচিৎ নয়। ওই দুই ভুলের কারণেই আমরা দুই পয়েন্ট হারিয়েছি।’
শুক্রবার লা লিগায় সেভিয়া সফর ও আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে জাভি মূল দলে বেশ কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রথমবারের মত রবার্ট লিওয়ানদোস্কিকে বিশ্রামে রেখেছিলেন, সে কারণে আক্রমণভাগে খেলেছেন ফেরান তোরেস।
ফিট হয়ে দলে ফেরা রোনাল্ড আরাউজোর সাথে রক্ষণভাগে প্রথমবারের মত মূল দলে খেলার সুযোগ পেয়েনে ইনিগো মার্টিনেজ। পেড্রি ও ফ্রেংকি ডি জংয়ের অনুপস্থিতিতে মধ্যমাঠে খুব একটা পরিবর্তনের সুযোগ ছিলনা জাভির হাতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct