মোহাম্মাদ সানাউল্লা, লোহাপুর: টোটো চালিয়েই কর্মাধ্যক্ষের শপথ নিতে এলেন টোটো চালক উজ্জ্বল লেট। জীবনে তিনি ভাবতেই পারেননি তার উজ্জ্বল দিন আসবে। ভদ্রপুর ১ নম্বর অঞ্চলের সিমলান্দী গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্য। উচ্চ মাধ্যমিক পাশ করা উজ্জ্বল লেট। মঙ্গলবার নলহাটি ২ নাম্বার পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠানে টোটো চালিয়ে এসেই শপথ নিলেন।তিনি ভেবেছিলেন টোটো চালিয়েই জীবনটা কাটাবেন। টোটো চালিয়ে তার সম্পর্ক থাকবে। টোটো চালিয়ে তার জন সম্পর্ক হবে। কিন্তু মানুষ যে তাকে এত ভালবাসেন তিনি বুঝলেন তৃণমূলের ভোটে দাঁড়িয়ে। তৃণমূলের ভোটে পঞ্চায়েত সমিতির সদস্য হলেন। তিনি ব্লকে যাওয়ার পর বুঝলেন যে দলের কাছে তার গুরুত্ব কতটা। একই সঙ্গে পঞ্চায়েত সমিতির দুটি দপ্তরের দায়িত্ব দেওয়া হলো তাকে। একটি শিক্ষা অপরটি বিদ্যুৎ। এই দুটি দপ্তর সামলানোর পরে উজ্জ্বল বাবু তার নিজের পেশাকে ছাড়তে চাইছেন না। তিনি ছাড়তে চাইছেন না নিজের মাটিকে। কারণ উচ্চ মাধ্যমিক পাশের পর গত পাঁচ বছর ধরেই এই টোটোই হচ্ছে তার রুজি রুটি। এই টোটোতে করেই তিনি জন সম্পর্ক করেছেন। টোটোতে করেই তিনি সেবা করেছেন মানুষের। এই টোটোতে করেই তিনি মানুষকে বুঝিয়েছেন তৃণমূলের কি দরকার। কারণ এর আগে তিনি রাজনীতি করেননি। এটাই তার রাজনীতিতে হাতে খড়ি। এখান থেকেই তিনি জয়ী হয়েছেন। তার বাড়িতে যেমন দুটি মেয়ে আছে মেয়েদের মতই তিনি তার দুটি দপ্তরকে লালন পালন করবেন। একই সঙ্গে তিনি টোটো চালিয়েই সংসারকে ধরে রাখবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct