আপনজন ডেস্ক: মঙ্গলবার উত্তর-পূর্ব দিল্লির সুন্দর নগরী এলাকায় ২৬ বছর বয়সী প্রতিবন্ধী মুসলিম যুবক মোহাম্মদ ইসরার (২৬) একটি খুঁটির সঙ্গে বেঁধে নৃশংসভাবে লাঞ্ছিত হয়ে মারা যান। হামলাকারীরা ইসরার বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ আনে, যা বিভিন্ন মহল থেকে ক্ষোভ ও নিন্দার জন্ম দেয়।
ইসরার বাবা আবদুল ওয়াজিদ পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। ওয়াজিদ জানান, তার ছেলে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় একটি মন্দিরে প্রসাদ খাওয়ার পর নিকটবর্তী সুন্দর নগরী এলাকার একদল স্থানীয় লোক তার ওপর হামলা চালায়। এই কাজটি সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হিন্দু জনতাকে উস্কে দেয়, যার ফলে ইসরারের উপর নৃশংস এবং মারাত্মক আক্রমণ হয়। ঘটনার এক ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, ইসরারকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে এবং বেশ কয়েকজন যুবক তাকে ঘিরে রেখেছে এবং তাকে লাঠি দিয়ে আঘাত করেছে। ইসরার প্রচণ্ড বেদনায় তার বাবাকে তার নির্মম মারধরের কথা জানাতে সক্ষম হন। এই ঘটনার পরে এক সহানুভূতিশীল প্রতিবেশী ইসরারকে রিকশায় করে বাড়িতে নিয়ে আসে, যেখানে তিনি আক্রমণকারীদের সনাক্ত করেন এবং তার বাবাকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন।
দুঃখজনকভাবে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ইসরার মারা যান, যার ফলে তার বাবা পুলিশ কন্ট্রোল রুমে (পিসিআর) যোগাযোগ করেন। নৃশংস হামলা এবং ইসরারের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। একটি খুনের মামলা দায়ের করা হয়েছে এবং কর্তৃপক্ষ অপরাধীদের বিচারের আওতায় আনতে সক্রিয়ভাবে কাজ করছে।
নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, বুধবার গুরু তেগ বাহাদুর হাসপাতালে হওয়ার কথা রয়েছে। দিল্লির সুন্দর নগরীতে মহম্মদ ইসরার হত্যার তীব্র নিন্দা জানিয়ে ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর দ্য রাইটস অফ দ্য ডিজঅ্যাবিলিটিস বলেছে, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের লক্ষ্য করে নির্যাতন, শারীরিক আক্রমণ এক ভয়াবহ ঘটনা। ঘৃণাপূর্ণ সাম্প্রদায়িক প্রচারণার অন্তর্নিহিত বিষয়গুলি সমাধানের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরে এ বছর জাতীয় গণমাধ্যমে প্রকাশিত এই ঘটনা তৃতীয় হত্যাকাণ্ড। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি বিহারের সমস্তিপুরে মহম্মদ ফাইয়াজ নামে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়। একইভাবে, গত ২৭ জুন বিহারের সারন জেলায় জহিরুদ্দিন নামে এক প্রতিবন্ধী ট্রাক চালক গোরক্ষকদের গণপিটুনির শিকার হন।
গত বছর, মধ্যপ্রদেশের নীমুচে, প্রতিবন্ধী বৃদ্ধ বনওয়ারলাল জৈনকে মুসলিম সন্দেহে নৃশংসভাবে পেটানোর পর একই পরিণতির মুখোমুখি হতে হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct