আপনজন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নাতনি জোলেকা ম্যান্ডেলা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তার একজন মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার বন্ধু-বান্ধব ও পরিবার পরিবেষ্টিত হয়ে সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।
ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ম্যান্ডেলা পরিবারের মুখপাত্র জোয়েলাবো ম্যান্ডেলা জানান, চলমান চিকিৎসার অংশ হিসেবে সোমবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে জোলেকা ক্যান্সারের বিরুদ্ধে তার দীর্ঘ সংগ্রাম নিয়ে বিস্তারিত লেখালেখি করে বিশেষ পরিচিতি পান। তিনি তার মাদকাসক্তি ও সম্পর্কের বিষয়ে খোলামেলা ছিলেন। জোলেকা ম্যান্ডেলা বিষণ্ণতার সঙ্গে তার সংগ্রাম এবং শৈশবে যৌন নিপীড়নের শিকার হওয়ার বিষয়টিও অকপটে সবাইকে বলেছেন।
নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, আমরা আমাদের মাতা উইনি ও মাদিবার নাতনির করুণ মৃত্যুতে শোক প্রকাশ করছি। নোবেল পুরস্কার বিজেতা নেলসন ম্যান্ডেলাকে তার দেশের মানুষ মাদিবা নামে অভিহিত করে থাকে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীতেও ক্যান্সার প্রতিরোধে সচেতনতা তৈরি ও এই রোগ নিয়ে জনমনে ভুল ধারণাগুলোর অবসান ঘটাতে তার উদ্যোগগুলো আমাদের অনুপ্রেরণা জোগাতে থাকবে।
তারা জানান, ‘তিনি ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে সচেতনতা এবং সেই সঙ্গে রোগটি নিয়ে নানা কুসংস্কার ও নেতিবাচক বিশ্বাসও ভেঙে ফেলেছেন।
৩২ বছর বয়সে জোলেকার স্তন ক্যান্সার ধরা পড়ে। তিনি চিকিৎসা নিয়ে সুস্থও হন। কিন্তু পরে আবার ক্যান্সার তার শরীরে ফিরে আসে। গত বছর তিনি জানান, লিভার এবং ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। পরে অন্যান্য অঙ্গেও ছড়িয়ে পড়ে।
অসুস্থ হওয়ার পর থেকে তাকে বহির্বিভাগের রোগী হিসেবে চিকিৎসা করা হলেও মাত্র এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তিনি চার সন্তান রেখে গেছেন। ২০১০ সালে তার ১৩ বছর বয়সী মেয়ে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়। এরপর তিনি সড়ক নিরাপত্তার জন্য প্রচারণা চালান। তিনি এক পুত্রসন্তাকেও হারিয়েছিলেন। জোলেকা ছিলেন পেশায় লেখক ও অধিকারকর্মী। তিনি নেলসন ম্যান্ডেলার ছোট মেয়ে জিন্দজি ম্যান্ডেলা ও তার প্রথম স্বামী জোয়েলিবানজি হংওয়ানের সন্তান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct