নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: রেল দুর্ঘটনা রক্ষা করে মানুষের কাছে হিরো হয়ে যাওয়া মোরসালিমের হাতে পুরস্কার হিসেবে রেলের ১৫০০ টাকা তুলে দেওয়ায় নেট দুনিয়ায় হাসির খোরাক রেল কর্তৃপক্ষ।উল্লেখ্য,২৪ শে সেপ্টেম্বর আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক মারাত্মক দুর্ঘটনার শিকার থেকে বেঁচে যায়।মালদার ভালুকা ও হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনের মধ্যে রেল লাইনে ধ্বস নেমে গিয়ে গর্তের সৃষ্টি হয়।এই ধ্বস চোখে পড়ে কোরিয়ালির ঝাঙ্গর পাড়ার বাসিন্দা তথা পঞ্চম শ্রেণীর খুদে ছাত্র মহম্মদ মোরসালিমের।সেই সময় ওই লাইনে ট্রেন আসছিল দেখে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে পরিহিত লাল জামা খুলে দেখায় রেল চালককে।সেই লাল জামা দেখে চালক থামিয়ে ফেলে গাড়ি এবং প্রাণে রক্ষা পায় হাজার হাজার যাত্রী। তার এই কৃতকর্মের ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় এবং মানুষের কাছে হিরো হয়ে যায় খুদে মোরসালিম। উত্তর-পূর্ব রেল কর্তৃপক্ষ তার এই সাহসিকতার কাজকে কুর্নিশ জানিয়ে পুরস্কার হিসাবে হাতে তুলে দেয় ১৫০০ টাকা। যা নিয়ে হাসির খোরাক কে পরিণত হয় রেল কর্তৃপক্ষ।
সামাজিক মাধ্যমে অনেকে এই আর্থিক অনুদান কে নিয়ে কটাক্ষ করে লিখেছেন, ট্রেনে ইঁদুর মারার জন্য শুধু ৭০ লক্ষ টাকা খরচ করছে রেল। হিসেবে যদি দেখা যায় বছরে একটা ইঁদুর পিছু খরচ প্রায় ৪১ হাজার টাকা অথচ এক বড়সড়ো রেল দুর্ঘটনার হাত থেকে হাজার হাজার যাত্রীর প্রাণ বাঁচানোর জন্য ১৫০০ টাকা।এই দ্বিচারিতা কেন? অনেকে আবার বলছেন মোরসালিমের বাড়ি পশ্চিমবঙ্গে তাই।সে বাঙালি না হয়ে অন্যান্য রাজ্যের হলে ন্যাশনাল মিডিয়া কভারেজ দিয়ে প্রধানমন্ত্রী,রাষ্ট্রপতি ও রেলমন্ত্রীর হাত থেকে মোটা অর্থ সহ চাকরি,রেল ভ্রমণ ফ্রি ও পুরস্কার পেত।
একদিকে মোরসালিমের মতো খুদে রেল দুর্ঘটনা রক্ষা করে হিরো হয়ে যায় অন্যদিকে বিজেপি নেতাদের অমার্জিত ভাষা দেশকে কলঙ্কিত করে।ঠিক তেমনই এই রেল দুর্ঘটনাকে রক্ষা করে পুরস্কার হিসেবে তুলে দেওয়া ১৫০০ টাকা রেল ব্যবস্থায় বসে থাকা নেতাদের মানসিকতাকে তুলে ধরেন। পাশাপাশি মোরসালিমের আত্মীয়-স্বজন ও গ্রামবাসীদের বক্তব্য আমরা ভাবতেও পারিনি রেল কর্তৃপক্ষ মোরসালিমকে এই ১৫০০ টাকা দিয়ে এতটা নিম্ন মানসিকতায় দেখাবে। আমরা ভেবেছিলাম মোরসালিমের বাবাকে হয়তো আর দিনের পর দিন ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে হবে না কিম্বা মোরসালিমের পরিবার হয়তো রেল কর্তৃপক্ষের কাছে অনেক রকম সুযোগ-সুবিধা পাবে।কিন্তু তা যেন স্বপ্নই রয়ে গেল।নেতা থেকে মন্ত্রী সকলেই এসে মোরসালিম কে সাথে নিয়ে ছবি তুলে খবরের জায়গা দখল করেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।বর্তমানে মোরসালিমের মা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে এবং মোরসালিমের বাবা ভিন রাজ্যে শ্রমিকের কাজে লিপ্ত।এর মাঝে মোরসালিমের ভবিষ্যৎ কি আলোকিত হবে বলে আক্ষেপ প্রকাশ করেছেন সকলেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct