সুতপা কর, আপনজন, কলকাতা: পুজোর আগে বিশাল সুখবর নিয়ে এলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, প্রকাশিত হলো মিসলেনিয়াস ২০২৩ এর বিজ্ঞপ্তি। ২০১৮ এবং ২০১৯ এর চার বছর পর আবার প্রকাশিত হলো এই পরীক্ষার বিজ্ঞপ্তি। গ্রাজুয়েট পাশ জেনারেল ক্যাটাগরির ছেলেমেয়েদের বয়স ৩৯ বছরের মধ্যে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবে। সংরক্ষিত প্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবে। মিসলেনিয়াস সার্ভিসে বর্তমানে মোট উনিশটি পদ রয়েছে, সবকটি পদের পে ব্যান্ড-৩ ।
ক্ষমতা, মর্যাদা এবং কর্তৃত্বের নিরিখে ডব্লুবিসিএস এর পরেই এই সার্ভিসের স্থান। পদোন্নতি, চাকরির স্থায়িত্ব ও নিরাপত্তা, বেতনক্রম অনুযায়ী মিসলেনিয়াস এর চাকরি যথেষ্ট আকর্ষণীয় ।
এই পরীক্ষাটি সম্পন্ন হবে তিনটি পর্যায়ে । প্রথমে থাকবে ২০০ নম্বরের এমসিকিউ টাইপের প্রিলিমিনারি পরীক্ষা। মোট ১০০ টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান ২ । এর পরে দ্বিতীয় পর্যায়ে থাকবে ৪৫০ নম্বরের ফাইনাল বা মেইন পরীক্ষা। মেন পরীক্ষায় থাকছে তিনটি পত্র। প্রথমে থাকছে ১৫০ নম্বরের বাংলা বা ভাষাপত্র, পরে থাকছে ১৫০ নম্বরের ইংরেজি। তৃতীয় পত্রের গ্রুপ-এ তে থাকছে 100 নম্বরের জেনারেল স্টাডিজ এবং গ্রুপ-বি তে থাকছে ৫০ নম্বরের পাটিগণিত। মেন পরীক্ষাটি হবে কনভেনশনাল টাইপের লিখিত পরীক্ষা। মেন পরীক্ষায় পাশ করলে পরবর্তী পর্যায়ে বা পারসোনালিটি টেস্টে ডাক পাওয়া যাবে । এখানে থাকছে ১০০ নম্বর। প্রিলিমিনারি পরীক্ষাটি শুধু পাস করলেই চলবে, এই পরীক্ষায় প্রাপ্ত নম্বর পরবর্তী পর্যায় গুলিতে যোগ করা হবে না । মেন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত নম্বর অর্থাৎ মোট সাড়ে ৫০০ নম্বরের ওপর ভিত্তি করে সফলদের চূড়ান্ত তালিকা তৈরি হবে।
সংক্ষিপ্ত নোটিফিকেশনটি আজ প্রকাশিত হয়েছে, ডিটেলস নোটিফিকেশন কয়েকদিন পর প্রকাশিত হবে। আবেদনের তারিখ, শূন্য পদের সংখ্যা ইত্যাদি জরুরী বিষয়গুলি তখন জানানো হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct