দেবাশীষ পাল, মালদা, আপনজন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্ম দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি পালন করে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন বিদ্যালয় পরিদর্শক শাখা। সহযোগিতায় ছিল ‘বাড়িয়ে দাও তোমার হাত’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার সকাল থেকেই মালদার অতুলচন্দ্র মার্কেটের শিক্ষা ভবন সংলগ্ন জায়গায় এই কর্মসূচি শুরু হয়। চলে দুপুর পর্যন্ত। স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরে প্রায় ২০০ জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিন হাজির ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) ড: সুজিত সামন্ত ,সর্বশিক্ষা মিশন-এর জেলা শিক্ষা আধিকারিক সৌম্য ঘোষ, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী , অবর বিদ্যালয় পরিদর্শক শাখার সম্পাদক তারিকুল ইসলাম, সংগঠনের যুগ্ম সম্পাদক অয়ন বন্দ্যোপাধ্যায় একনিষ্ঠ সদস্য তথা মানিকচক চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মহম্মদ পারভেজ সহ বিভিন্ন এসআই, এআই, শিক্ষক শিক্ষিকা প্রমুখ। সম্পাদক তারিকুল ইসলাম জানান, ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের অনুপ্রেরণা। তাই তাঁর জন্মদিন আমরা আলাদা করে পালন করার চেষ্টা করি। এবারও তার অন্যথা হয় নি। রক্তদান শিবির থেকে বসে আঁকো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct