নকীব উদ্দিন গাজী, রায়দিঘি, আপনজন: বিশ্বের বৃহত্তম বাদা বন সুন্দরবন, যা পশ্চিমবঙ্গের প্রায় ৪৬০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত হয়েছে। আর সেই সুন্দরবনকেই আমফান ,ইয়াশ, বুলবুলের মতন প্রাকৃতিক বিপর্যয়ের থেকে রক্ষা করে চলেছে ম্যানগ্রোভ অরণ্য। কিন্তু একদিকে যখন বিভিন্ন জায়গায় অসাধু মানুষজন নিজেদের স্বার্থে একের পর এক ম্যানগ্রোভ কেটে ধ্বংস করছে ঠিক তখনই অন্য ছবি ধরা পরল রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর গ্রামে। সুন্দরবনকে বাঁচাতে এগিয়ে এসেছে প্রায় তিনশরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। প্রত্যন্ত সুন্দরবন এলাকার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর, ডাক্তারের ঘেরি, মুন্ডা পাড়া, শ্রীধর নগর,পূর্ব শ্রীধরপুর, একাধিক জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল গোটা গ্রাম। সেই ক্ষত এখনো পর্যন্ত এলাকার মানুষের চোখের সামনে ভাসে। আর তাই এবার গ্রামকে বাঁচাতে এগিয়ে এসেছে গ্রামের স্বনির্ভর দলের মহিলারাই। নগেন্দ্রপুর গ্রামে ৩০০ বেশি মুক্তির স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেরাই এখন ম্যানগ্রোভ, সুন্দরী, গরান, কাঁকড়া, বাণী, হেতাল, গোলপাতা সহ বিভিন্ন ধরনের চারার চাষ করছে। পাশাপাশি নদী বাঁধ এলাকায় তারা রোপনও করছে সেই সমস্ত গাছ।
পাশাপাশি তৈরি করা হচ্ছে ভারটিকা নামের এক উন্নত মানের ঘাসও। মূলত এই ঘাস গুলি একদিকে যেমন নদীর জলের স্রোত কে অনেকটাই রক্ষা করে ঠিক তেমনি মাটির ১০ মিটার পর্যন্ত গভীরে গিয়ে মাটিকে শক্ত করে ধরে রাখে। সরকারের পক্ষ থেকে ম্যানগ্রোভ রোপণ একদিকে যেমন উদ্যোগ নেয়া হয়েছে ঠিক তেমনি ম্যানগ্রোভ কাটা নিয়েও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যেকটি ব্লকে ব্লকে তৈরি আর তাই এবার স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গ্রামের মহিলারা সুন্দরবন ও নিজেদের গ্রামকে রক্ষা করতে লক্ষ লক্ষ ম্যানগ্রোভের চারা রোপণ করে চলেছে মুক্তি স্বনির্ভর দলের নীলিমা হালদার মধুমিতা বৈদ্য তাপসী হালদার সাবিত্রী দাস । একদিকে সারাদিনের সংসারের দায়িত্বভার সামলেও গ্রামকে রক্ষার তাগিদে, নিজেরাই নদী বাঁধ এলাকায় লাগিয়ে চলেছে এই ম্যানগ্রোভ গাছ। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এদের সহযোগিতায় নদী বাঁধ রক্ষা করতে মুক্তির স্বনির্ভর দলের মহিলারা লাগিয়ে চলেছে এভাবে ম্যানগ্রোভ গাছ। স্থানীয় বিধায়ক অলক জলদাতা বলেন রাজ্যের বনদপ্তর এর পক্ষ থেকে ম্যানগ্রোভ লাগানো হয়েছে সুন্দরবনে এলাকার বিভিন্ন জায়গাতে। রায়দিঘী নগেন্দ্রপুর এলাকার স্বনির্ভর মহিলারা তাদের নিজস্ব উদ্যোগ নিয়ে দিনের পর দিন ম্যানগ্রোভ গাছ লাগিয়ে চলেছে
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct