নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০০০। এই মুহূর্তে ডেঙ্গুর সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী। তবে মুখ্য সচিব আশা প্রকাশ করেন আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব হরে কৃষ্ণ দ্বিবেদী নবান্নে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন ইতিমধ্যে সরকারি হাসপাতাল গুলিতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ভর্তি হওয়ার পর যাতে তাদের মশারি দেওয়া হয় তার জন্য ৫ লক্ষ মশারি কেনা হয়েছে এবং ১ লক্ষ মেডিকেটেড নেট নেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই মশারি ও মেডিকেটেড নেট সরকারি হাসপাতাল গুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যবাসী প্রতি মুখ্য সচিবের আবেদন জ্বর হলে অ্যান্টিবায়োটিক খাবেন না। সরাসরি ডাক্তারের কাছে যান তার পরামর্শ নিন।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করিয়ে ডেঙ্গু হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্য সচিব বলেন রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি কন্ট্রোলে রয়েছে। তিনি আশা করছেন আগামী দুই সপ্তাহের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি রাজ্যে স্বাভাবিক হয়ে যাবে। সাধারণ মানুষকে বার বার সতর্ক থাকার আবেদন জানিয়েছেন মুখ্য সচিব। এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ও প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ডেঙ্গু দমনে নবান্ন থেকে পাঁচ দফা নির্দেশিকা গোটা রাজ্যে জারি করা হয়েছে। ডেঙ্গু দমনে পুলিশকেও রাস্তায় নামার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ লাগাতার ডেঙ্গু দমনে বন্ধ কলকারখানা থেকে সরকারি হাসপাতাল সর্বোচ্চ ড্রোন দিয়ে মশার লার্ভা নিধনে কীটনাশক স্প্রে করার পাশাপাশি নিজে পরিদর্শনে যাচ্ছেন। মঙ্গলবারও কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের অফিসাররা এফসিআই গোডাউনে থানা দিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct