টপি লস্কর, মথুরাপুর, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মথুরাপুর এলাকায় মথুরাপুর হসপিটাল সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের প্রতিবাদে অল বেঙ্গল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে কয়েকশো হকার। বেশ কিছুক্ষণ ধরে বন্ধ করে রাখা হয় যান চলাচল।কিছুদিন আগেই মথুরাপুর থানার মতিকালী মোড় থেকে হসপিটাল মোড় পর্যন্ত কয়েকশো দোকানদারদেরকে উচ্ছেদ করার জন্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জায়গা খালি করে দেওয়ার জন্য নোটিশ ধরানো হয়েছিল। আর সেই উচ্ছেদের প্রতিবাদে আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে কয়েকশো হকার্স ইউনিয়নের শ্রমিকরা।মূলত তাদের দাবি পুনর্বাসন না দেওয়া পর্যন্ত কোনোভাবেই তাদের উচ্ছেদ করা যাবে না। পাশাপাশি এই এলাকার জায়গার ঘটনাকে কেন্দ্র করে যে জনৈক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট রায় দিয়েছে, তারি পরিপেক্ষিতে হাইকোর্ট এবং প্রশাসন সমস্ত বিষয় সঠিকভাবে তদন্ত করে দেখার জন্য পদ অবরোধের মাধ্যমে আবেদন জানাচ্ছে অল বেঙ্গল হকার্স ইউনিয়নের কর্মীরা। তার প্রতিবাদে আজ মথুরাপুর হসপিটাল মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে কয়েকশো হকার ইউনিয়নের কর্মী সমর্থকেরা। পরবর্তী সময়ে ঘটনাস্থলে মথুরাপুর থানার পুলিশ পৌঁছায় এবং অল বেঙ্গল হকার্স ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে কথা আশ্বস্ত করলে পরবর্তী সময়ে অবরোধ তুলে নেয় হকার্স ইউনিয়ন। শ্রমিকেরা। পরবর্তী ক্ষেত্রে মথরাপুর পথ অবরোধ তুলে নেওয়ার ফলে যান চলাচল সচল হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct