নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: ভয়েস পাবলিক স্কুল পরিচালিত নদীয়ার ধুবুলিয়া আল হাবিব মিশনারি স্কুলে পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্ম দিবস। এদিন বিদ্যালয়ের নিজস্ব অনুষ্ঠান সভাগৃহে ছাত্র -শিক্ষকরা বিদ্যাসাগরের জীবন সম্পর্কে আলোকপাত, কবিতা ও গানের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করে। বাংলা শিশু শিক্ষার প্রথম প্রাইমার বিদ্যাসাগরের বর্ণপরিচয় ইংরেজি শিক্ষার যুগেও যে কতটা প্রাসঙ্গিক, এই সম্পর্কে বক্তব্য রাখেন সভাপতি রহমতুল্লাহ শাহ। বিদ্যালয়ের পক্ষ থেকে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ছাত্রদের হাতে বর্ণপরিচয় এর প্রথম ভাগ তুলে দেওয়া হয়। “সমাজ সংস্কারক বিদ্যাসাগর” আলোচনা প্রসঙ্গে বাংলা শিক্ষক সুজিত কুমার বেরা বলেন, ‘’বাংলার নারীদের শিক্ষা অর্জন ও বিধবাদের আত্মমুক্তি, বঙ্গে বিদ্যাসাগরের জন্ম ছাড়া অসম্ভব ছিল।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct