আপনজন ডেস্ক: নিজেদের ওয়ান্টেড তালিকায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট পিওতর হফমানস্কির নাম অন্তর্ভুক্ত করেছে রাশিয়া।সোমবার ডেটাবেজে ওয়ান্টেড তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করার কথা জানায় দেশটি। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নোটিশে বলা হয়েছে, পোল্যান্ডের নাগরিক হফমানস্কি পিওতর জোজেফ রাশিয়ার ফৌজদারি আইনের আওতায় ওয়ান্টেড হিসেবে বিবেচিত হবেন। তবে পিওতরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি মন্ত্রণালয়। এ বছরের মার্চে নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। জোর করে ইউক্রেনের শিশুদের দেশ ছাড়তে বাধ্য করা ও দেশটিকে যুদ্ধাপরাধ সংঘটনের জন্য পুতিনের বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করা হয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কো এ উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকারবিষয়ক প্রেসিডেন্সিয়াল কমিশনার মারিয়া লোভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। এমন উদ্যোগের জবাবে এর আগে আইসিসির কেঁসুলি করিম খান ও কয়েক বিচারকের বিরুদ্ধে পাল্টা গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল রাশিয়া। এবার আইসিসির প্রেসিডেন্টের নাম ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct