আপনজন ডেস্ক: মেক্সিকোতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত আটজন মারা গেছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে দুজন। দেশটির বেসামরিক সুরক্ষা পরিষেবা বলেছে, এখন পর্যন্ত আটজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। স্থানীয় কর্মকর্তা জুয়ান বলেছেন, চলতি বছরের প্রথমদিকে বন উজাড় এবং অগ্নিকাণ্ডের কারণে অরণ্য এলাকার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে যা আকস্মিক এই বন্যায় প্রভাব ফেলতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct