আপনজন ডেস্ক: বিষাক্ত মদ বিক্রির দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। তাদের বিক্রি করা মদ পানে জুন মাসে ১৭ জনের মৃত্যু এবং প্রায় ২০০ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। মঙ্গলবার দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ করা হয়েছে। এর পর থেকে দেশটিতে মদের বিশাল অবৈধ বাণিজ্যের জন্ম হয়েছে, যার মধ্যে বিষাক্ত মিথানলও রয়েছে। জুন মাসে ভেজাল মদ পান করার পরে মিথানল বিষক্রিয়ার লক্ষণ নিয়ে কমপক্ষে ১৭ জন মারা যায় এবং ১৯১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি বলেছেন, তেহরানের পশ্চিমে আলবোর্জ প্রদেশে বিষাক্ত মদ বিতরণের জন্য ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাদের মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বাকিদের এক থেকে পাঁচ বছর মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।দোষীরা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন বলেও জানান তিনি। জুন মাসে কর্তৃপক্ষ বলেছিল, তারা একটি প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে ছয় হাজার লিটারের বেশি অবৈধ মদ জব্দ করেছে। এদিকে অ্যালকোহলযুক্ত নকল পানীয় সেবনের কারণে এ বছর মার্চ পর্যন্ত ৬৪৪ জন মারা গেছে। ইরানের ফরেনসিক ইনস্টিটিউট জানিয়েছে, এ সংখ্যা আগের ১২ মাসের তুলনায় ৩০ শতাংশ বেশি।এ ছাড়া ২০২০ সালে করোনা মহামারির সময় অন্তত ২১০ ইরানি অবৈধ মদ পান করার পর মারা গিয়েছিল।উল্লেখ্য, ইরানের খ্রিস্টান, ইহুদি ও জরথুস্ট্রিয়ান সংখ্যালঘুরা শুধু মদের নিষেধাজ্ঞা থেকে অব্যাহতিপ্রাপ্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct