অমরজিত সিংহ রায়, বালুরঘাট, আপনজন: প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিন দিনাজপুর জেলার বোল্লা বদলপুর গ্রামে করম পুজো পালিত হল। মূলতঃ আদিবাসী ও ওঁরাও সম্প্রদায়ের মুখ্য পুজো এটি। “করম গাছের শাখা” বেদিতে দেবতা স্বরুপ স্থাপন করে পূজা করা হয়। সোমবার সন্ধ্যায় করম বন্দনা ও পুজো শেষে সারা রাতভর চললো নৃত্য। ধামসা মাদলের তালে নৃত্যে পা মেলালেন আট থেকে আশি। আয়োজকদের মারফত জানাগিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অন্তর্গত বোল্লা বদলপুর গ্রামের করম পুজা কমিটি নিষ্ঠার সাথে গত ১৯ বছর ধরে এই পূজো করে আসছে। এবছর তাদের পূজো কুড়ি বছরে পদার্পণ করল। এবছরও উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে করম পুজার আয়োজন করাহয়েছিল । শুধু তাই নয় পুজা উপলক্ষে পুজা কমিটির তরফে বসে আঁকো প্রতিযোগিতারো আয়োজন করা হয়েছিল।এই বিষয়ে করম পুজো কমিটির সম্পাদক সুনীল বাঘোয়ার জানান, এই করম পুজো আমাদের পুর্বপুরুষরা হাজার হাজার বছর ধরে করে আসছে। কিন্তু আমরা এখানে নবপ্রজন্মের ছেলে মেয়েরা ২০০৪ সাল থেকে এখানে ১৬ বছর ধরে করে আসছি। কর্মই ধর্ম এই বার্তাকে সামনে রেখে ও পরিবেশের ভারসাম্য রক্ষার মুল আধার গাছের পুজাই এই উৎসবের মুল মন্ত্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct