সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মাঝপথে ড্রেনের কাজ বন্ধ হওয়ার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ সাগরপাড়ার দেবীপুরে। দেবিপুর বাজারে রাস্তায় জল জমার সমস্যা ছিল দীর্ঘদিনের। অবশেষে জল সমস্যার সমাধান করতে সরকারি উদ্যোগে রাস্তার পাশ দিয়ে ড্রেন তৈরির কাজ শুরু হয়। কিন্তু হঠাৎ কিছু মানুষ ড্রেন তৈরিতে বাধা দেয়। তারপর মাঝপথে ড্রেন তৈরির কাজ বন্ধ হয়ে যায়। ফলে সমস্যা আরও জটিল হয়। বর্ষার সময় বিগত তিনদিন ধরে একটানা প্রচন্ড বৃষ্টির ফলে রাস্তার জল দোকানে ঢুকতে শুরু করেছে । দোকানের জিনিসপত্র মেঝের ওপর রাখতে পারছে না ব্যবসায়ীরা। ব্যবসা করতে সমস্যা হচ্ছে অনেকের। এই সমস্যার জন্য ধনিরামপুর দেবীপুর বাজার কমিটি জলঙ্গী বিডিও অফিস এবং দেবীপুর পঞ্চায়েত অফিসে একাধিকবার লিখিত অভিযোগ করেন। তাতেও কোন সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে মঙ্গলবার সকালে রাস্তায় বেঞ্চ পেতে রাজ্য সড়ক অবরোধ করেন দেবীপুর বাজার কমিটি। গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টির জন্য দোকানের মধ্যে এক হাঁটু জল জমে গিয়েছে। জল নামার রাস্তা নেই। অসম্পূর্ণ ড্রেনের কাজ সম্পূর্ণ করার দাবিতে পথ অবরোধ চলছে। পথ অবরোধের ফলে ধনিরামপুর- ডোমকল রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সার সার দিয়ে বাস,লরি সহ অন্যান্য যানবাহন আটকে পড়ে। ঘটনার পর ঘটনাস্থলে আসে সাগরপাড়া থানার পুলিশ। সাধারণ মানুষকে বুঝিয়ে সাগরপাড়া থানার ওসি নিজে উদ্যোগ নিয়ে বাজার কমিটির একজন সদস্যকে নিয়ে জলঙ্গীর বিডিওর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাসের পর পথ অবরোধ তুলে লেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct