আপনজন ডেস্ক: প্রশান্ত মহাসাগরে দ্য কুক দ্বীপপুঞ্জ ও নিউই দ্বীপকে ‘স্বাধীন ও সার্বভৌম’ রাষ্ট্রের মর্যাদা দিয়েছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, চীনকে এই অঞ্চলে আরেকটু চাপে রাখতেই এমন পদক্ষেপ। সোমবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্রশান্ত মহাসাগরীয় দুটি দ্বীপরাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। বাইডেনের মতে, এই দুই দ্বীপরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সূচনা হবে। বাইডেনের ধারণা, এই পদক্ষেপের ফলে ইন্দো প্যাসিফিক অঞ্চল ‘মুক্ত ও অবাধ’ হবে, পাশাপাশি এই অঞ্চলে অবৈধ মাছ ধরা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবকে মোকাবিলা করতে সাহায্য করবে। এর ফলে অর্থনৈতিক উন্নয়নের পথে হাঁটবে এই অঞ্চল। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও নিউইয়ের প্রধান ডালটন টাগেলাগির যৌথ বিবৃতির মাধ্যমে কূটনৈতিক সম্পর্কের শুরু হয়। দ্বীপ দু’টির মোট জনসংখ্যা সর্বোচ্চ ২০ হাজারের কাছাকাছি হলেও প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক এলাকায় তাদের দখল অনেকটাই। স্বশাসিত দেশ হলেও নিউজিল্যান্ডের ওপর পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির জন্য নির্ভরশীল ছিল তারা। বিশ্ব রাজনীতিতে বেশ কয়েক বছর গুরুত্বহীন হয়ে ছিল প্রশান্ত মহাসাগরের এই অঞ্চল। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের ক্ষমতার লড়াইয়ে খুব অর্থবহ হয়ে উঠেছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চল। লক্ষ্যণীয় মাত্রায় বাড়ছে চীনের অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক আগ্রহ। যুক্তরাষ্ট্রের এই ঘোষণা বিশেষ একটি সময়ে এলো, যখন দোরগোড়ায় ১৮টি সদস্যকে নিয়ে প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম। এই ফোরাম যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগর এলাকায় প্রভাব বিস্তারের বৃহত্তর পরিকল্পনার অংশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct