আপনজন ডেস্ক: ফিলিস্তিনে নিযুক্ত প্রথম সৌদি রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন সরকার। নব সৌদি রাষ্ট্রদূত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তার পরিচয়পত্র পেশ করতে চলেছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) আল-সুদাইরি এবং তার প্রতিনিধিদল দুই দিনের সরকারি সফর শেষ করে জর্ডান থেকে কারামা ক্রসিং হয়ে অধিকৃত পশ্চিমতীরে পৌঁছেছেন।আল-সুদাইরি এবং তার সহগামী প্রতিনিধিদল ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির পাশাপাশি আব্বাস এবং প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহের সঙ্গে বৈঠক করবেন। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীরা সৌদি রাষ্ট্রদূতের সফরকে স্বাগত জানিয়েছে। তারা এই পদক্ষেপকে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক বলে বিবেচনা করছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে পিএলও মহাসচিব হুসেইন আল-শেখ বলেছেন, ‘আমরা ফিলিস্তিন রাজ্যে সৌদি আরবের রাষ্ট্রদূতকে স্বাগত জানাই, যিনি তার আনুষ্ঠানিক পরিচয়পত্র উপস্থাপন করবেন।’ আল-সুদাইরি, যিনি জর্ডানে সৌদি আরবের বর্তমান রাষ্ট্রদূত, গত আগস্টে ফিলিস্তিনে সৌদির অনাবাসিক দূত এবং জেরুজালেমে কনসাল জেনারেল নিযুক্ত হন। জর্ডানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আতাল্লাহ খাইরির উপস্থিতিতে জর্ডানের আম্মানে ফিলিস্তিন দূতাবাসে এক অনুষ্ঠানে ফিলিস্তিনি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদির কাছে তার পরিচয়পত্রের একটি অনুলিপি গত ১২ আগস্ট পেশ করা হয়। পরিচয়পত্রে আল-সুদাইরিকে ফিলিস্তিন রাজ্যে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের রাষ্ট্রদূত এবং জেরুজালেমে রাজ্যের কনসাল জেনারেল হিসাবে চিহ্নিত করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct