আপনজন ডেস্ক: পশ্চিশ আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে আটজন নিহত হয়েছে। এ সময় অপহরণ করা হয়েছে স্থানীয় দুটি সম্প্রদায়ের অন্তত ৬০ জনকে। রোববার (২৪ সেপ্টেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় লোকজন ও সম্প্রদায়ের নেতারা জানান, এর দুই দিন আগে বন্দুকধারীরা ওই প্রদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায়। এ ছাড়া নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক বহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই সেনাসদস্য ও চার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। ামলাকারীরা বহরের পাঁচটি গাড়িতে আগুন দিয়েছে। একটি ট্রাক সঙ্গে করে নিয়ে চলে গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় এমন হামলার ঘটনা বেড়েছে। এসব হামলা ও রক্তপাত বন্ধে কার্যকর কৌশল নিতে পারেননি দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবু। তার অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টার জেরে দেশটিতে জীবনযাপনের ব্যয় অনেকটাই বেড়ে গেছে। আর এটাই নাইজেরিয়ার মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছে। স্থানীয় লোকজন জানান, গতকাল সকালে বন্দুকধারীরা জামফারা প্রদেশের প্রত্যন্ত মাগামি এলাকায় একটি সেনাশিবিরে হামলার চেষ্টা করেছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct