অমরজিত সিংহ রায়, বালুরঘাট, আপনজন: পূর্বাভাস ছিল। সেই মতো দিন কয়েকের বৃষ্টিতে কোথাও ভেঙেছে বাঁধ, জলমগ্ন হয়েছে চাষের জমি, কোথাও নেমেছে ধস। দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। সোমবার বালুরঘাটে ভেঙে যাওয়া নদী বাঁধ পরিদর্শন করলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ও সেচ দপ্তরের আধিকারিকেরা।জানা গিয়েছে, কয়েকদিনের বৃষ্টিতে আত্রেয়ী নদীর জল বেড়ে গিয়ে ভেঙে গিয়েছে নদী বাঁধ। সেইমতো এদিন বালুরঘাটে ভৈরবী তলা ও মহামারী এলাকায় পরিদর্শনে যান বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান। পুরসভা এলাকায় ভেঙে যাওয়া নদী বাঁধ শীঘ্রই পুরসভার তরফে মেরামত করা হবে। অন্যদিকে, চকভৃগ গ্রাম পঞ্চায়েতের মায়ামারি এলাকায় যে নদী বাঁধ ভেঙে গিয়েছে সেটি সেচ দপ্তরের তরফে মেরামতি করা হবে।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আত্রেয়ী নদীকে কেন্দ্র করে বালুরঘাটে প্রায় সাতটি এলাকার বাঁধে ফাটল ধরার ঘটনা সামনে এসেছে। এর মধ্যে প্রায় পাঁচটি জায়গায় সমস্যার সমাধান বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। দুটি জায়গায় সমস্যা রয়ে গিয়েছে। তবে দ্রুত সে সমস্যা সমাধানের প্রশাসনের তরফে পদক্ষেপ নেয়া হবে। এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, ‘বালুরঘাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ভৈরবীতলা এলাকায় বাঁধের ফাটল দেখা দিয়েছে। তার পাশেই জলঘর গ্রাম পঞ্চায়েতের মায়ামারি এলাকায় একটি বাঁধের বড় ফাটল দেখা দিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের তরফে সেগুলো মেরামতের জন্য আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি।’পাশাপাশি চেয়ারম্যান আরো জানান, ‘বালুরঘাট পুরসভার ৩ নম্বর, ৪ নম্বর ওয়ার্ডের কিছু জায়গায় এবং ১৬ নম্বর ওয়ার্ডের হালদার পাড়া এলাকায় সুইচ গেট দিয়ে জল ডুকছে। বেশিরভাগ জায়গার পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। ভৈরবী তলা এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।মায়াবাড়ি এলাকার বিষয়ে মহকুমা শাসক এবং সেচ দপ্তরকে পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct