আপনজন ডেস্ক: দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকা থেকে একটি ভাসমান ব্যারিকেড অপসারণ করা হয়েছে বলে ফিলিপাইন কোস্ট গার্ড সোমবার জানিয়েছে। ফিলিপিনোদের মাছ ধরার ঐতিহ্যগত জায়গায় প্রবেশ বন্ধ করতে ব্যারিকেডটি মোতায়েন করা হয়েছিল বলে তারা জানিয়েছিল।ফিলিপাইনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এডুয়ার্ডো আনো দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোলে চীনা উপকূলরক্ষীদের স্থাপন করা ব্যারিকেড অপসারণের জন্য ‘যথাযথ সব পদক্ষেপ’ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘণ্টা পর বিবৃতিটি জারি হয়। তবে ফিলিপাইনের বিবৃতি থেকে স্পষ্ট নয় যে পানি থেকে সম্পূর্ণ ব্যারিকেড অপসারণ করা হয়েছে কি না। ফিলিপাইন কোস্ট গার্ড প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ডুবুরিদের মতো পোশাক পরা একজন ব্যক্তি ছুরি ব্যবহার করে সাদা বয়াগুলোর সঙ্গে সংযুক্ত একটি দড়ি কাটছেন। আরেকটি ভিডিওতে দেখানো হয়েছে, একটি নোঙরকে পানি থেকে কাঠের নৌকায় তোলা হচ্ছে।কোস্ট গার্ড ঘোষণা করেছে, ‘প্রেসিডেন্টের নির্দেশ মেনে’ তারা ‘সফলভাবে’ বাধা অপসারণ করেছে। তারা আরো বলেছে, ‘ব্যারিকেড নৌচলাচলের জন্য বিপদ সৃষ্টি করেছে। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’ গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোলের প্রবেশপথজুড়ে একটি ৩০০ মিটার দীর্ঘ ভাসমান ব্যারিকেড পাওয়া যায়। ভাসমান ব্যারিকেড মাছ ধরার নৌকাগুলোকে শোলের অগভীর পানিতে প্রবেশে বাধা দিচ্ছে, যেখানে মাছ বেশি থাকে। চীন ২০১২ সালে ফিলিপাইনের কাছ থেকে স্কারবোরো শোল দখল করে এবং মাছ ধরার জায়গায় টহল দিতে উপকূলরক্ষী ও অন্যান্য জাহাজ মোতায়েন করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct