নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি, আপনজন: শিলিগুড়ি শহরের যানজট মোকাবেলায় তৎপর হল শিলিগুড়ি পুরনিগম। টোটো এবং অটোর দৌরাত্ম রোধে শিলিগুড়ি প্রশাসন বিশেষ রূপরেখা তৈরি করছে। পুজোর পর সেই নতুন রূপরেখা বলবৎ হবে শিলিগুড়ি শহরে। শিলিগুড়ি নতুন পুলিশ কমিশনার সি সুধাকরের সঙ্গে বৈঠক করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে মূলত ট্রাফিক সমস্যা মোকাবেলায় কি কি করা প্রয়োজন রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন, পুজোর পর অটো - ,টোটোর যাতায়াতের জন্য একটি রূপরেখা তৈরি করা হবে। আপাতত যে সমস্ত টোটোর নম্বর রয়েছে তারা প্রধান রাস্তায় চলাচল করতে পারবে। কিন্তু পুজোর পর টোটো এবং অটোর জন্য আলাদা আলাদা রুট তৈরি করা হবে । তার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে শিলিগুড়ি পুলিশ। তবে শহরের ভেতরে ট্রাক দাঁড় করিয়ে লোডিং আনলোডিং এর কাজ করা যাবে না । এর বিরুদ্ধে পুলিশ এবং পূরনিগম একসঙ্গে কাজ করবে বলে মেয়র জানান। মেয়র আরও জানিয়েছেন, শিলিগুড়ি শহরের বেশ কিছু রাস্তা চওড়া করা হবে এবং একাধিক জায়গায় পার্কিং তৈরি করা হবে। পুজোর আগে পার্কিংয়ের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে পুরনিগমের। এদিন নতুন কমিশনারকে স্বাগত জানান শিলিগুড়ির মেয়র। রাজ্যে অটো এবং টোটোর লাগাম ছাড়ার জন্যই নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলাকে। সেই অনুযায়ী শিলিগুড়ি শহরে অটো এবং টোটোর দৌরাত্ম রোধে নির্দিষ্ট রূপরেখা তৈরি করছে প্রশাসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct