সন্ন্যাসী কাউরী, পাঁশকুড়া, আপনজন: ২৫ শে সেপ্টেম্বর: সামাজিক আচার রীতি মেনেই করম পূজার আয়োজন করল আদিবাসী সমাজের মানুষজন। দুই মেদিনীপুর জেলার আদিবাসী সমাজের মানুষজন করম দেবতার পূজা অর্চনায় মেতে ওঠেন। সোমবার দুই মেদিনীপুর জেলার পাঁশকুড়া, ডেবরা, কেশপুর, দাসপুর, ঘাটাল, মেদিনীপুর, গড়বেতা, খড়গপুর, লালগড়, বিনপুর, বেলপাহাড়ী, বেলদা সহ বিভিন্ন এলাকায় এই করম পূজার আয়োজন করা হয়। এদিন পাঁশকুড়া ব্লকের বেনাগলেসায় করম উৎসবের আয়োজন করে আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যান সমিতি। সমিতির উদ্যোগে এদিন করম পূজা, আদিবাসী নৃত্য সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা উপদেষ্টা নিতাই সর্দার। বীর শহীদ গঙ্গারাম সিং সর্দার, রঘুনাথ সিং সর্দার ও সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সকলেই। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির জেলা নেতৃত্ব উত্তম লায়েক, জগাই লায়েক, চম্পা লায়েক, আরতি সিং ,কার্তিক লায়েক, সহদেব সিং, দিলীপ পাতর সহ অন্যান্যরা। পুত্র সন্তান ও সংসারের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে জাহের স্থানে করম পূজায় ব্রতী হন আদিবাসী মহিলা পুরুষ সকলেই। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলাতেও করম উৎসবের আয়োজন করে আদিবাসী সমাজের মানুষজন। ডেবরার ডুঁয়া, জোতনারায়ন, গোলগ্ৰাম, সাতকনা, ত্রিলোচনপুরে করম স্থানে করম দেবতার পূজা করেন ভূমিজ মুন্ডা সমাজের মানুষজন। আদিবাসী ভূমিজ মুন্ডা সমাজের মানুষজনের কাছে জাগ্ৰত দেবতা করম। ভাদ্র আশ্বিন মাসের একাদশী তিথিতে এই দেবতার পূজা করেন আদিবাসী জনজাতির মানুষ। আদিবাসী সমাজের মানুষজনের বিশ্বাস এই প্রকৃতি দেবতার পূজা করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা যায়। সেই বিশ্বাস নিয়ে প্রতি বছর করম উৎসবে মেতে ওঠেন আদিবাসী সমাজের মানুষজন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct