আপনজন ডেস্ক: বাবা-মায়ের সঙ্গে শিশু বয়সে শরণার্থী হিসেবে তুরস্ক থেকে নেদারল্যান্ডসে পাড়ি জমিয়েছিলেন ডিলান ইয়েসিলগোজ-জেগেরিয়াস। বেড়ে উঠেছেন সেদেশেই। নেদারল্যান্ডসের আগামী নির্বাচনে পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসির (ভিভিডি) হয়ে প্রধানমন্ত্রী পদের জন্য লড়বেন তিনি। ডানপন্থী এ রাজনীতিবিদের অন্যতম এজেন্ডা হলো অভিবাসন কমিয়ে আনা। শনিবার (২৩ সেপ্টেম্বর) রটারডাম শহরে দলীয় এক সমাবেশে অংশ নেন ডিলান ইয়েসিলগোজ-জেগেরিয়াস। সেখানে দেওয়া বক্তব্যে স্বাধীনতা ও নিরাপত্তার ওপর জোর দেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তার লক্ষ্য হলো অভিবাসন কমিয়ে আনা। আগামী নির্বাচনে পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি (ভিভিডি) বিজয়ী হলে ডিলান হবেন নেদারল্যান্ডসের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার দলের নির্বাচনী প্রচারণার বড় অংশজুড়ে রয়েছে শরণার্থী সংকট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct