অভিজিৎ হাজরা, হাওড়া, আপনজন: রাজ্য সরকারের নিয়ম আছে সরকারি কর্মীর বয়স শতবর্ষ অতিক্রান্ত হলে তিনি অবসরকালীন ভাতা দ্বিগুণ পাবেন।তাঁর আগে ঐ সরকারি কর্মীর মৃত্যু হলে তার স্ত্রী অবসরকালীন ভাতা পেয়ে থাকেন। তিনি শতবর্ষ অতিক্রম করলে ভাতা দ্বিগুণ পাবেন।সেই নিয়মই বাস্তবায়িত হল হাওড়ায়। হাওড়া নিবাসী কনকলতা ভট্টাচার্য হাওড়া জেলা তথা রাজ্যে প্রথম শতবর্ষের বেশি বয়সী অবসরকালীন দ্বিগুণ ভাতা পেয়ে ইতিহাস সৃষ্টি করলেন। হাওড়া জেলা সহ রাজ্যের এই প্রথম কেউ শতবর্ষের বেশি বয়সে অবসরকালীন দ্বিগুণ ভাতার সুবিধা পেলেন। হাওড়া নিবাসী তারাশঙ্কর ভট্টাচার্য হাওড়া পৌর নিগমের কর্মী ছিলেন।১৯৮৪ সালে তিনি কর্মজীবনে অবসর গ্ৰহণ করেন। তারপর থেকে তিনি সরকারি নিয়মে পেনশন পেতেন।২০০১ সালে তিনি মৃত্যুবরণ করেন। তারপর থেকে তাঁর স্ত্রী কনকলতা ভট্টাচার্য ফ্যামিলি পেনশন পাচ্ছিলেন। সরকারি নিয়মানুযায়ী পেনশন প্রাপক শতবর্ষ অতিক্রম করলে পেনশন দ্বিগুণ পাবেন।সেই নিয়মানুযায়ী কনকলতা ভট্টাচার্য একশত তিন বছর বয়সে দ্বিগুণ পেনশন পেলেন। হাওড়া পুরনিগম এই জন্য কনকলতা ভট্টাচার্য কে সংবর্ধনা দেন। হাওড়া পৌর নিগমের এই উদ্যোগে কনকলতা ভট্টাচার্য সহ তাঁর পরিবারের সকলে খুশি হন।এই প্রসঙ্গে একশত তিন বছর বয়সী অশতিপর বৃদ্ধা কনকলতা ভট্টাচার্য বলেন, ‘ আমার স্বামী তারাশঙ্কর ভট্টাচার্য হাওড়া পৌর নিগমের কর্মী ছিলেন। হাওড়া পৌর নিগম সরকারি নিয়মানুযায়ী আমার একশো তিন বছর বয়সে পেনশন দ্বিগুণ করার সিদ্ধান্তে আমি খুবই খুশি। এই প্রসঙ্গে হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্ত্তী বলেন, ‘ এই প্রথম কোনো ফ্যামিলি পেনশন প্রাপক শতবর্ষ ঊদ্ধ দ্বিগুণ পেনশন পেয়ে হাওড়া পৌর নিগমের ইতিহাস সৃষ্টি করলেন। আগে ফ্যামিলি পেনশন প্রাপক কনকলতা ভট্টাচার্য পেনশন পেতেন নয় হাজার টাকা। বতর্মানে তিনি আঠারো হাজার টাকা মাসিক অবসরকালীন পেনশন পাবেন ‘।ডাঃ সুজয় চক্রবর্ত্তী আরো বলেন, ‘ শতবর্ষ ঊদ্ধ দ্বিগুণ পেনশন ছাড়াও একাধিক অবসর প্রাপ্ত আশি বছর ঊদ্ধ ব্যক্তিদের হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে সুপার পেনশন দেওয়া হচ্ছে ‘।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct