সারিউল ইসলাম, বহরমপুর, আপনজন: বহরমপুরের চালতিয়া বিল লাগোয়া সরকারি জমি জবরদখল করে তৈরি করা হয়েছিলো বাড়ি। সোমবার আদালতের নির্দেশে বুলডোজার দিয়ে সেই বাড়ি ভাঙলো প্রশাসন। বহরমপুর সদরের মহকুমা শাসক প্রভাত চট্টোপাধ্যায় বলেন, ‘কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই নির্মাণ ভাঙা হচ্ছে।’চালতিয়া বিলের একপাশে ভাকুড়ি মৎস্যজীবী সমবায় সমিতির অফিস রয়েছে। ওই অফিসের রাস্তার পাশেই ছিলো সরকারি জমি, সেই জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলো ভাকুড়ি মৎস্যজীবী সমবায় সমিতি। অভিযোগ ছিলো, চালতিয়া বিল সংলগ্ন মুর্শিদাবাদ জেলা পরিষদের জমিতে বেআইনিভাবে বাড়ি বানিয়েছিলেন কাউসার শেখ নামের এক ব্যক্তি। কলকাতা হাইকোর্টের নির্দেশ সোমবার বুলডোজার দিয়ে ওই বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct