আপনজন ডেস্ক: পিএসিজতে ভালো না থাকার কথা ক্লাব ছাড়ার সময়ই বলেছিলেন লিওনেল মেসি। নেইমার ও কিলিয়ান এমবাপ্পেও ক্লাবটিতে মেসির ভালো না থাকার কথা স্বীকার করেছিলেন। এরপর গত সপ্তাহে ইএসপিএনের মিগু গ্রানাদোসেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে পিএসজি থেকে স্বীকৃতি না পাওয়া নিয়েও আক্ষেপের কথা বলেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির অভিযোগ, বিশ্বকাপ জেতার কারণে পিএসজিতে তাঁকে ‘শত্রুজ্ঞান’ করা হতো।এবার মেসির সেই অভিযোগের জবাব দিয়েছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। বলেছেন, ফ্রান্সের খেলোয়াড় এবং সমর্থকদের সম্মান জানাতেই পিএসজির মাঠে মেসির বিশ্বকাপ জয় উদ্যাপন করা হয়নি। কিন্তু অনুশীলনে এবং ব্যক্তিগতভাবে মেসিকে ঠিকই সম্মান জানানো হয়েছে। গত বছর ১৮ ডিসেম্বর বিশ্বকাপ জিতে মেসি বড়দিনের ছুটি কাটাতে চলে যান নিজ শহর রোজারিওতে। সেখান থেকে পিএসিজতে যোগ দেন ৪ জানুয়ারি। ফেরার পর অনুশীলনে মেসিকে গার্ড অব অনার দিয়ে বরণ করে নেয় পিএসজি। কিন্তু আর্জেন্টিনা দলে তাঁর অন্য সতীর্থরা যেমন মাঠে সংবর্ধনা পেয়েছেন, মেসি তেমনটা পাননি।
কেন মেসিকে দর্শকপূর্ণ স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হয়নি, তা ব্যাখ্যা করতে গিয়ে খেলাইফি বলেছেন, ‘সবাই দেখেছেন, আমরা (উদ্যাপনের) ভিডিও প্রকাশ করেছি। আমরা মেসির সঙ্গে অনুশীলনে উদ্যাপন করেছি এবং আমরা ব্যক্তিগতভাবেও করেছি। তবে সম্মানের সঙ্গে বলতে চাই, আমরা ফরাসি ক্লাব। যে কারণে স্টেডিয়ামে উদ্যাপন করাটা অবশ্যই স্পর্শকাতর ছিল। যে দলটিকে সে হারিয়েছে, সেটার প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাবোধ থাকতে হবে। তাঁর সতীর্থরা ফ্রান্স দলে খেলে আর আমাদের দলের সমর্থকেরাও ফ্রান্সের সমর্থক।’এর আগে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে যথাযথ স্বীকৃতি না পাওয়া নিয়ে সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ‘(আর্জেন্টিনা দলের) ২৫ জনের মধ্যে আমিই একমাত্র খেলোয়াড়, যে ক্লাবের পক্ষ থেকে স্বীকৃতি পাইনি। ব্যাপারটা বোধগম্যই। কারণ, আমাদের (আর্জেন্টিনা) কারণেই ওরা (ফ্রান্স) বিশ্বকাপ ধরে রাখতে পারেনি।’এত সমস্যার পরও মেসি কি পিএসজিতে থেকে যাওয়ার চিন্তা করেছিলেন কি না, সেটা জানতে চাইলে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘আমি যা আশা করেছিলাম, সেটা হয়নি। তবে আমি সব সময়ই বলে থাকি, যেকোনো কিছু কোনো না কোনো কারণেই ঘটে থাকে। আমি যদি সেখানে ভালো না থাকি, সেটার কারণ আমি তখন বিশ্ব চ্যাম্পিয়ন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct