আপনজন ডেস্ক: ভোপালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের আগে সোমবার প্রবীণ বিজেপি নেতা উমা ভারতী বলেছেন, সম্প্রতি পাস হওয়া মহিলা সংরক্ষণ বিলের মধ্যে ওবিসিদের জন্য কোটা তৈরির বিষয়ে প্রধানমন্ত্রী “ইতিবাচক সংকেত” দেবেন বলে তিনি আশা করেন। গত সপ্তাহের শুরুতে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের বিধান রেখে সংবিধান সংশোধনী বিলের মধ্যে ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) কোটা অন্তর্ভুক্ত না করায় হতাশা প্রকাশ করেছিলেন ভারতী। সোমবার সকালে ভোপাল সফরের কয়েক ঘন্টা আগে ভারতী পোস্ট করেছিলেন, যেখানে তিনি বিজেপি কর্মীদের একটি মেগা সভায় ভাষণ দেবেন। যদিও ভারতী গত সপ্তাহে পিটিআইকে বলেছিলেন যে তিনি সংসদে মহিলা সংরক্ষণ বিল উত্থাপন করায় খুশি, তবে ওবিসিদের জন্য সংরক্ষণের বিধান না থাকায় কিছুটা হতাশ বোধ করছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct