আপনজন ডেস্ক: আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল বিজেপি। এনডিএ-তে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় অংশীদার এবং তামিলনাড়ুর প্রধান বিরোধী দল এআইডিএমকে সোমবার বিজেপির সঙ্গে জোট ভাঙার ঘোষণা দিয়েছে। এআইডিএমকে-র এই সিদ্ধান্তের পর রাজ্যের দলীয় কর্মীরা পটকা ফাটিয়ে উদযাপন করছেন। এদিন এআইএডিএমকে তাদের বৈঠকের পরে ডেপুটি কো-অর্ডিনেটর কেপি মনুসামি বলেছেন, বৈঠকে এআইএডিএমকে বিজেপি এবং এনডিএ জোটের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, বিজেপি এবং এনডিএ জোটের সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিজেপি রাজ্য নেতৃত্ব গত এক বছর ধরে আমাদের প্রাক্তন নেতা, আমাদের সাধারণ সম্পাদক ইপিএস এবং আমাদের কর্মীদের সম্পর্কে অবিরাম অপ্রয়োজনীয় মন্তব্য করে চলেছে। এআইএডিএমকে মুখপাত্র শশী রেখা বলেন, আমরা সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিচ্ছি। এটি এআইএডিএমকে-র জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত। আসন্ন নির্বাচনের মুখোমুখি হতে পেরে আমরা খুব খুশি, সেটা সংসদ নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন।অন্যদিকে দলটির নেতা কবি সতীন বলেন, ঐক্যের পবিত্রতার জন্য আমরা পরিস্থিতি আগের মতো রেখেছি। এতদসত্ত্বেও আনামালাই দাঙ্গাবাজ হয়ে উঠল। তিনি আমাদের নেতা ও প্রতিষ্ঠাতাদের নিয়ে মন্তব্য করতে থাকেন। তিনি আমাদের তত্ত্বের সমালোচনা শুরু করেন। তারা আমাদের সমাবেশকেও গালি দেয় যেখানে দেড় লাখেরও বেশি লোক এসেছিল। তামিলনাড়ুতে, বিজেপিরই এআইএডিএমকে দরকার, এআইএডিএমকে নয় যে বিজেপির প্রয়োজন।তামিলনাড়ু বিজেপির সভাপতি আন্নামালাই বিজেপি ও এনডিএ-র সাথে এআইএডিএমকে-এর শেষ জোট সম্পর্কে আপাতত মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এখনও পদযাত্রায় আছেন। এটা নিয়ে পরে কথা হবে। সেখানে বিজেপি নেতা সিটি রবি বলেন, নির্বাচনের আট মাস বাকি এবং এই মাসে কী হবে, আমরা আজ কিছু বলতে পারছি না। দলকে শক্তিশালী করা প্রতিটি কর্মীর দায়িত্ব। আন্নামালাইয়ের নেতৃত্বে দলকে শক্তিশালী করতে বড় ধরনের কাজ করা হচ্ছে।উল্লেখ্য, দিন দুয়েক আগে এআইডিএমকে এনডিএ তে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ায় দলেরমুসলিম নেতারা একযোগে পদত্যাগ করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct