নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: পাঠভবন ডানকুনি এ এক অভিনব উদ্যোগ নিল। রবিবার বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রী ও তাদের সম্মানীয় অভিভাবকদের সঙ্গে বিশিষ্ট সাইকোলজিস্ট শ্রীমতী ঈশিতা সান্যাল এর এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয় শিক্ষার সর্বোচ্চ স্তর, নবম থেকে দ্বাদশ শ্রেণী। এই সময়, ছাত্র ছাত্রীদের দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সম্মুখীন হতে হয়। তার আগে পড়ুয়া দের মনঃসংযোগ, আত্মবিশ্বাস ও একাগ্রতা বৃদ্ধির পাশাপাশি অভিভাবকগণকে সন্তানের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কি কি করণীয় সেই সম্পর্কে আলোচনা হয়। এদিনের আলোচনা সভায়, শ্রীমতী সান্যাল অবিভাবকদের প্রথমে, বয়ঃসন্ধির সময় পড়ুয়া দের পঠন-পাঠন ও মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে কোন কোন বিষয় গুলির উপর বিশেষ নজর দেওয়া দরকার, কি করা উচিত কি করা উচিত নয় সেই নিয়ে আলোচনা করেন। তারপর অবিভাবকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি বিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা মনোবিজ্ঞানে ‘প্যারেন্টিং স্টাইল’ নিয়ে কি বলা হয়েছে তা নিয়েও একটি নাতিদীর্ঘ বক্তব্য রাখেন।সর্বো পরী আজকের এই আলোচনায় বিদ্যালয়ের পড়ুয়া থেকে অবিভাবক, শিক্ষক-শিক্ষিকা সকলেই আপ্লুত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct