সারিউল ইসলাম, লালবাগ, আপনজন: ঝাড়খণ্ডের পাহাড়ি এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের ফলে নবগ্রাম ব্লকের হজবিবিডাঙ্গা অঞ্চলের ব্রাহ্মণী নদীর বাঁধ ভাঙ্গে শনিবার রাতে। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেল থেকেই নদীতে জলস্তর বাড়তে থাকায় বাঁধে ফাটল দেখা দেয়, স্থানীয় মানুষজন বালির বস্তা ফেলতে শুরু করেন। শনিবার রাত্রি দশটা নাগাদ ওই বাঁধ ভেঙ্গে যায়। নবগ্রাম থানার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে, পাশাপাশি জলমগ্ন হয় চাষের জমি। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রামের বিডিও অঙ্কিত আগারওয়াল। ব্লক প্রশাসনের পক্ষ থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সকালে খবর পেয়ে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিধায়ক কানাই চন্দ্র মন্ডল।
প্রশ্ন উঠছে, ওই বাঁধ নির্মাণ করতে রাজ্য সরকারের সেচ দপ্তর ৪ কোটি ৭০ লক্ষ টাকা বরাদ্দ করেছে, চলতি বছর জুন মাসে টেন্ডারও সম্পূর্ণ হয়ে গিয়েছে। তার পরেও কেনো কাজে হাত দেয়নি ঠিকাদার সংস্থা। এই নিয়ে বিধায়ক কানাই চন্দ্র মন্ডল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পারিস নন্দীর সঙ্গে বিতর্কে জড়ান। বিধায়ক বলেন, “সেচ দপ্তরের গাফিলতির কারণেই এই বাঁধ ভেঙেছে, কিন্তু টেন্ডার হওয়ার পরেও কেনো বাঁধ নির্মাণে ঢিলেমি হল তা খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করা হবে।” এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পারিস নন্দী বলেন, “দীর্ঘদিন শুকনো থাকার কারণে ওই বাঁধে ইঁদুর ও শিয়ালের উপদ্রবে বাঁধের মাটি আলগা হয়ে গিয়েছে। ফলে জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভেঙে যায় ওই বাঁধ। সালবাল্লা বসানোর কাজ শুরু হয়েছিল। তার আগেই ঘটনাটি ঘটে গেল। ফের বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct