অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বালুরঘাটে আত্রেয়ী নদীর সদরঘাটে বিশ্ব নদী দিবস প্রথম পর্বে উদযাপন করলো পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্প ও বালুরঘাট সাইকেল কমিউনিটি। প্রবল বজ্র -বৃষ্টির মধ্যেই সদস্যরা আত্রেয়ী নদীর সদরঘাটে উপস্থিত হয়ে বিশ্ব নদী দিবসের প্রসঙ্গে আলোচনা করেন। উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে বিশ্ব নদী দিবস উদযাপন শুরু হয় কানাডায় ব্রিটিশ কলম্বিয়া য়।পরে ২০০৫ সাল থেকে রাষ্ট্রসংঘের বিভিন্ন সংস্থা বিভিন্ন ভাবে বিশ্ব নদী দিবস উদযাপন করে।দিশারী সংকল্পের এই উদ্যোগ বিশেষ গুরুত্বপূর্ণ।কেননা বিশ্ব নদী দিবসের প্রবক্তা মার্ক অ্যাঞ্জেলো কানাডা থেকে বিশ্ব নদী দিবসের যে সরকারী অনুষ্ঠান সূচি প্রকাশ করেছেন তাতে ভারতবর্ষে বালুরঘাটে বিশ্ব নদী দিবস উদযাপনের অনুষ্ঠান তালিকা ভূক্ত আছে। এদিন আত্রেয়ী নদীর সদরঘাটে উপস্থিত ছিলেন দিশারী সংকল্পের সম্পাদক তুহিন শুভ্র মন্ডল, সভাপতি অমল বসু, বালুরঘাট সাইকেল কমিউনিটির সদস্য মনোজ গাঙ্গুলি, পিন্টু বিশ্বাস। দিশারী সংকল্পের সম্পাদক তুহিন শুভ্র মন্ডল বলেন, ‘ নদীকে ভালোবাসার পাঠ আমরা দীর্ঘদিন ধরে দিয়ে আসছি। আত্রেয়ী নদীর দিকে তাকাতেই হবে। ফেরাতেই হবে তার হৃতগৌরব। প্রাকৃতিক দুর্যোগের কারণে পরবর্তী পর্বে ছাত্র -ছাত্রী দের নিয়ে নদীর পাঠশালা হবে। আমরা পরে আত্রেয়ী সদরঘাটের নির্দিষ্ট অংশ দত্তক নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct