নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: নদিয়ার জেলার নাকাশিপাড়া ব্লকের অন্তর্গত ধর্মদা গ্রাম পঞ্চায়েতে পালন করা হলো “আবর্জনা মুক্ত ভারত কর্মসূচি “| ধর্মদা গ্রাম পঞ্চায়েতের ভিআরপি, ভিসিডি ও আশা কর্মীদের যৌথ উদ্যোগ এই কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন ধর্মদা কাদোয়া বাস স্ট্যান্ড থেকে গভমেন্ট পি টি আই কলেজ পর্যন্ত র্যালি করে সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়। ডেঙ্গু সচেতনতা, প্লাস্টিক মুক্ত গ্রাম গঠন, আবর্জনা কে নির্দিষ্ট স্থানে ফেলা ইত্যাদি বিষয় সম্পর্কে এলাকার মানুষজনকে সচেতন করা হয়। অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন ধর্মদা গ্রাম পঞ্চায়েত প্রধান ও তাদের সহকারী বৃন্দ। ডেঙ্গু প্রতিরোধক দলের সুপারভাইজার ইমাজউদ্দিন আহমেদ বার্তা দেন ‘’ পরিবেশ রক্ষায় আগামী দিনে আরো বেশি বেশি করে এই কর্মসূচি পালন করতে হবে “| নাকাশিপাড়া ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সমগ্র কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct