আপনজন ডেস্ক: রাজধানী তেহরানে একযোগে ৩০টি হামলার পরিকল্পনা করা হয়েছিল। সেটি ব্যর্থ করতে পেরেছে বলে দাবি করেছে ইরান। খবর আল-জাজিরার।ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জনবহুল শহরের কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে একযোগে ৩০টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা ছিল। তবে সবগুলোই প্রতিরোধ করা হয়েছে। তেহরান, আলবোর্জ এবং পশ্চিম আজারবাইজান প্রদেশে অভিযানের সময় পরিকল্পিত হামলার সঙ্গে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দেশের নিরাপত্তা কর্তৃপক্ষকে ভেঙে ফেলা, দেশের একটি অস্থিতিশীল ভাবমূর্তি তৈরি করা, সমাজে হতাশা ও ভয়ের বীজ বপন করা এবং গত বছরের দাঙ্গার বার্ষিকীতে ঠিক বিশৃঙ্খলা ও বিক্ষোভের উদ্রেক করার লক্ষ্যে বিস্ফোরণের পরিকল্পনা করা হয়েছিল।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct