হামলা থেকে কোনো ভাবে রেহাই ওয়াচ্ছে না আফগানিস্তান। নাশকতা সেখানে নিত্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার হামলা থেকে রেহাই পেল না বিয়ে বাড়িও। আফগানিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬ জন ও আহত হয়েছেন আরো ১৪ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নাঙ্গারহারে। এই হামলার নিশানা ছিল সরকারপন্থী একটি বাহিনীর কমান্ডার মালাক টর। ওইদিন তার ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। হামলায় যে ৬জন নিহত হয়েছেন তার মধ্যে রয়েছেন মালাক টরও। এ খবর জানিয়েছেন পাচির আও আজাম জেলার পুলিশ প্রধান ফায়েজ মোহাম্মদ বাবারখিল।
এ ব্যাপারে নাঙ্গারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাহুল্লাহ খোগিয়ানি বলেন, মালাক টরের ভাইপোর বিয়ের দিন হামলা চালানো হয়। যখন অতিথিদের খাবার পরিবেশন হয় ঠিক সেই মুহুর্তেই নিজেক উড়িয়ে দেয় আত্মঘাতী হামলাকারী। এতে এক শিশুও নিহত হয়েছে। তিনি জানিয়েছেন যে, আহতের সংখ্যা অর্ধশতাধিকেরও বেশি। হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct