আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের জধানী লখনউতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বৈঠক চলছে। আরএসএস প্রধান মোহন ভাগবতও চার দিনের সফরে লখনউয়ে অবস্থান করছেন। আরএসএস-এর বৈঠকে তিনি উত্তরপ্রদেশের প্রাদেশিক কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে দেখা করেন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এ বৈঠকে সামাজিক সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরএসএস কর্মীরা গুরুদ্বার, গীর্জা এবং মসজিদে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের সাথেও যোগাযোগ করবে। তিনি মসজিদের আলেম ও গির্জার পুরোহিতদের সঙ্গেও দেখা করবেন। একদিকে, আরএসএস সামাজিক সংহতি কর্মসূচির মাধ্যমে দলিত ও বস্তিতে পা রাখতে ব্যস্ত। অন্যদিকে শিখ, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সিসহ অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে যোগাযোগ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ ইউনিট ও আরএসএস গোষ্ঠীগুলির সাথে বৈঠকে সংঘ প্রধান মোহন রাও ভাগবত এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। নেরাল নগরের সরস্বতী শিশু মন্দিরে সম্মেলন চলবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct