আপনজন ডেস্ক: লোকসভায় বিজেপি সাংসদ রমেশ বিধুড়ির সাম্প্রদায়িক মন্তব্য নিয়ে বিতর্কের জেরে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বহুজন সমাজ পার্টির সাংসদ দানিশ আলি।সাংসদ সহকর্মীর মন্তব্যের নিন্দা করে দুবে আরও অভিযোগ করেন, আলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বর্ণবাদী গালিগালাজ করেছেন, যা বিধুড়িকে মায়াবতীর দলের নেতার বিরুদ্ধে আক্রমণ করতে প্ররোচিত করেছে।দুবের বক্তব্য, লোকসভায় রমেশ বিধুড়িজির বক্তব্যকে কোনও সভ্য সমাজই সঠিক বলে মেনে নিতে পারে না। কিন্তু লোকসভার স্পিকারের উচিত দানিশ আলির অশালীন কথাবার্তা ও আচরণের তদন্ত করা।
দুবে শনিবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে আলির কথিত “অশালীন” আচরণ এবং মন্তব্যের তদন্ত করার অনুরোধ করেছিলেন। বিড়লাকে লেখা চিঠিতে দুবে অভিযোগ করেছিলেন যে আলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে “অত্যন্ত আপত্তিকর এবং ধর্মঅবমাননাকর” মন্তব্য করেছিলেন যা বিধুড়িকে উস্কে দিয়েছিল। তিনি আরও দাবি করেন, দানিশ আলি কংগ্রেসে যোগ দেওয়ার পরিকল্পনা করছিলেন এবং একটি ইস্যু করার চেষ্টা করছিলেন। বিজেপি সাংসদের অভিযোগ, দেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়, তা তুলে ধরার জন্য এটি একটি ‘ষড়যন্ত্র’।দুবের অভিযোগের জবাবে আলি বলেন, এখন তারা সংসদের ভিতরে মৌখিক গণপিটুনির পর আমাকে বাইরে গণপিটুনি দেওয়ার চেষ্টা করছে।সংবাদ সংস্থা পিটিআই-কে আলি বলেন, “বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের (লোকসভার স্পিকারকে লেখা) চিঠিটি সংসদের বাইরে আমার গণপিটুনির বিষয়ে একটি বিবরণ তৈরি করার জন্য। যা ঘটেছে তা একটি কলঙ্ক এবং একেবারে অনস্বীকার্য।বৃহস্পতিবার লোকসভায় চন্দ্রযান-৩ মিশনের সাফল্য নিয়ে আলোচনার সময় বিধুড়ি বিএসপি সাংসদের বিরুদ্ধে বেশ কয়েকটি আপত্তিকর ও সাম্প্রদায়িক শব্দ ব্যবহার করেছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় রাজনীতিবিদ এবং জনগণ উভয়ের কাছ থেকে ঘৃণা এবং ব্যাপক নিন্দার জন্ম দেয়। শুক্রবার বিজেপি বিধুড়িকে কারণ দর্শানোর নোটিশ জারি করে এবং তার আচরণের ব্যাখ্যা দিতে বলে।বিধুড়ির অভিযোগ, তিনি যখন বক্তব্য রাখছিলেন, তখন বিএসপি সাংসদ তাঁকে ‘উসকানি দিতে’ ব্যস্ত ছিলেন এবং তাঁর কণ্ঠস্বরের শীর্ষে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ‘অত্যন্ত আপত্তিকর ও ধর্মঅবমাননাকর মন্তব্য’ করেছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct