নিজস্ব প্রতিনিধি, নামখানা, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের এফবি মা বাসন্তী নামে একটি ট্রলার শুক্রবার ১৪ জন মৎস্যজীবী নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে নামখানা হরিপুর এলাকা থেকে রওনা দিয়েছিল বঙ্গোপসাগরে । কালিস্থান থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে ট্রলারটির পাটাতন হটাৎ ফুটো হয়ে যায়। তা বুঝতে পারেন ওই ট্রলারে থাকা মৎস্যজীবীরা । বুঝতে পেরে তড়িঘড়ি ট্রলারটি ঘুরিয়ে নিয়ে একটি নদীর কিনারে নিয়ে আসার চেষ্টা করেন মৎস্যজীবীরা । কিন্তু জলস্রোত থাকার কারণে ফুটো থেকে হু হু করে জল ঢুকতে থাকে ট্রলারে । তখনই আশেপাশে থাকা ট্রলার গুলি তড়িঘড়ি এসে ওই ট্রলারটির কাছে পৌঁছায় । ১৪ জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেন ওই ট্রলারের থাকা মৎস্যজীবীরা । এর পর ট্রলারটি নদীতে ডুবে যায় । উদ্ধারকারী মৎস্যজীবীদের ট্রলারগুলি ডুবে যাওয়া ওই ট্রলারটিকে উদ্ধার করে নিয়ে আসা চেষ্টা করছেন বলে জানা গিয়েছে। একটানা বৃষ্টির দরুণ ডুবে যাওয়ার ট্রলার উদ্ধার কাজে বাধা পান মৎস্যজীবীরা। অন্যদিকে চোরাপথে ভারতের প্রবেশ করার অভিযোগে ১৩ জন বাংলাদেশী নাগরিক সহ দুই ভারতীয় দালালকে গ্রেফতার করলো পুলিশ । উত্তর ২৪ পরগনা জেলার বাগদার ঘটনা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই ভারতীয় দালালের নাম আপন চৌধুরী ও আব্দুল হান্নান মন্ডল ।বাগদার আউলডাঙ্গা এলাকায় পুলিশ গিয়ে ওই ১৩ জন বাংলাদেশি সহ দুইজন ভারতীয় দালালকে গ্রেফতার করে । শনিবার ধৃতদের বনগাঁ মহাকুমা আদালতে পেশ করে বাগদা থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct