নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা, আপনজন: ব্যারাকপুরের একটি নামী শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে আবারও প্রতারণার অভিযোগ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর ১ গ্রাম পঞ্চায়েতের লালাগঞ্জ এলাকায়। চন্দ্রকোনা বিধানসভা এলাকার মোট চারজন ছাত্র-ছাত্রীকে ভর্তি করানোর নামে টাকা নেয় ওই যুবক। এদের মধ্যে লালাগঞ্জ এলাকার ছাত্রী মাম্পি পাল এর অভিযোগ তাকে নার্সিং কলেজে ভর্তি করানোর নামে ৫০ হাজার টাকা নেয়। তারপরেও তাদের কলেজে ভর্তি করা হয়নি বলে অভিযোগ ।অভিভাবকরা বারবার সৌমেন বাগ নামে ওই অভিযুক্তকে ফোন করে টাকা ফেরত দিতে বললেও সে কোনো উদ্যোগ নেয় নি। অবশেষে তাকে আবার নতুন করে দ্বিতীয় কিস্তির ভর্তির টাকা দেবে বলে প্রলোভন দিয়ে ডাকে। অভিযুক্ত সৌমেন বাগের বাড়ি হুগলি জেলার খানাকুলে। বৃহস্পতিবার তাকে ফোন করা হলে ওই যুবক শুক্রবার আসে চন্দ্রকোনা লালাগঞ্জে এলাকায় । তাকে ডাকা হয়েছিল টাকা দেওয়ার নাম করে বলে জানাচ্ছেন মাম্পি পালের পরিবারের সদস্যরা। তারপরে তাকে বেঁধে রাখা হয়। চাপ দেওয়া হয় বাড়ি থেকে টাকা এনে ফেরত দেওয়ার। অভিযুক্ত সৌমেন বাগ জানান, তিনি স্থানীয় এক শিক্ষক তুষার বাবুর হাত ধরেই ওই এলাকায় ছাত্রছাত্রীদের কাছ থেকে নার্সিং এ ভর্তি করার নামে টাকা তুলেছিলেন। এদিন তাকে দেখে আটকে রাখেন প্রতারিত ছাত্রীর পরিবারের লোকজনেরা। অবশেষে টাকা পুলিশের উপস্থিতিতে ফেরত দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। বারবার এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নামে প্রতারিত হতে হচ্ছে আমজনতাকে ।যা যথেষ্টই চাঞ্চল্যের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct