সারিউল ইসলাম, লালবাগ, আপনজন: শুরু হয়েছে বর্ষা, তার মধ্যে বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষজন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার ভেল্লাডাঙ্গা এলাকায় হালকা বৃষ্টি হলেই জমে যায় জল। রাস্তা দিয়ে কোনো শিশু ভুলবশত হাঁটতে গেলে হয়তো জলের মধ্যে তলিয়ে যেতে পারে, এরকম অবস্থা হয়েছে বারংবার। পৌরসভা কে জানিও কোন লাভ হয়নি বলে এলাকাবাসীদের মত। স্থানীয় এক বাসিন্দা বলেন, জন্মের পর থেকে আমরা এরকম অবস্থা দেখছি প্রতি বর্ষায়। কিন্তু জল নিষ্কাশনের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না কখনো। প্রসঙ্গত, জিয়াগঞ্জ রেলস্টেশনের পাশেই রয়েছে ভেল্লাডাঙ্গা রেলগেট। রেলগেটের দুই দিকে রাস্তা ঘরবাড়ি সব কিছু নিচু জায়গাতে থাকলেও রেললাইনটা অনেকটাই উঁচু। এবং রেল লাইনের তলা দিয়ে কোন নিষ্কাশন ব্যবস্থা না থাকাই রেলগেটের পশ্চিম দিকের রাস্তায় জমে যায় জল। স্থানীয়দের দাবি রেলগেটের তলা দিয়ে নিষ্কাশন ব্যবস্থা করা হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct