আপনজন ডেস্ক: অর্থের ঝনঝনানি বেশি হওয়ায় অনেক ক্রিকেটারই এখন জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিকে প্রাধান্য দিচ্ছেন। ক্রিকেটপ্রেমীরাও মজেছেন এই লিগগুলোর উন্মাদনায়। ফ্র্যাঞ্চাইজিগুলো তাই অচিরেই ফুটবলের মতো ক্রিকেটেও খেলোয়াড়দের ‘পূর্ণ মালিকানা’ চেয়ে বসতে পারে বলে দাবি করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও দ্য টাইমস এবং ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।সংবাদমাধ্যমগুলোর দাবি যে অমূলক ছিল না, সেটা গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অ্যালেক্স হেলসের অবসরে স্পষ্ট বোঝা যায়। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে দাপিয়ে বেড়াতে ইংল্যান্ড দলকে বিদায় বলে দেন হেলস। জফরা আর্চারকে ধরে রাখা নিয়েও দুশ্চিন্তা আছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। কারণ, আর্চারকে সারা বছর পেতে চায় আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানস, এমন খবরও শোনা গেছে। জেসন রয়ও কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে গেছেন।দলের সেরা ও সম্ভাবনাময় ক্রিকেটারদের ধরে রাখতে এবার তাই নতুন পদক্ষেপ নিয়েছে ইসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রমাগত ‘হুমকি’ থেকে বাঁচতে স্টোকস-আর্চারদের সঙ্গে তিন বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগের কেন্দ্রীয় চুক্তি কাঠামোকে পুনর্গঠন করে খেলোয়াড়দের এ প্রস্তাব দেওয়া হয়েছে।গত বছরের অক্টোবরে সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ১৮ ক্রিকেটার। তাঁদের মধ্যে শুধু স্টুয়ার্ট ব্রড অবসর নিয়েছেন। ক্রিকইনফো জানিয়েছে, এবার সংখ্যাটা বাড়িয়ে ২৬ করতে যাচ্ছে ইসিবি। এই ২৬ জনের মধ্যে প্রায় ২০ জনকে একাধিক বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে, যাঁদের মধ্যে আছেন টেস্ট অধিনায়ক স্টোকস, শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া হ্যারি ব্রুক, ফাস্ট বোলার মার্ক উডের মতো ক্রিকেটাররা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct