আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বিশ্বভারতীর ভিনদেশি গবেষক ছাত্র অপহরণ কাণ্ডে অক্ষত অবস্থায় উড়িষ্যার তালসারী থেকে উদ্ধার মায়ানমার থেকে পড়তে আসা বিশ্বভারতী গবেষক ছাত্র পান্না চারা। অপহরণ কাণ্ডে গ্রেফতার ১২ জন।বৃহস্পতিবার দুপুরে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত বিশ্বভারতীর ক্যাম্পাস অদূরে ইন্দ্রাপল্লীর ভাড়া বাড়ি থেকে অপহরণ হয় বিশ্বভারতীর ভিনদেশী গবেষক ছাত্র পান্না চারা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফ থেকে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অপহরণের অভিযোগ পেয়ে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে একটি বিশেষ তদন্তকারী টিম গঠন করা হয়। জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জির দাবি, অবৈধভাবে ব্যবসায় জড়িত ছিল বিশ্বভারতীর গবেষক ভিনদেশী ছাত্র। অপহরণকারীরা গবেষক ছাত্রর ছবি নিয়ে বৃহস্পতিবার খোঁজ চালায় শান্তিনিকেতন থানার পুলিশ। রতনপল্লী এলাকায় দুজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে।এরপর পুলিশ ১২ জন অপহরণকারীদের মধ্যে তিন জনকে গ্রেফতার করে। আটজনকে উড়িষ্যা এবং বীরভূমের নানুর থেকে একজনকে গ্রেফতার করা হয়। পুরো ঘটনায় তদন্ত প্রক্রিয়া চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct