আপনজন ডেস্ক: এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েস্কি। তিনি তাকে সতর্ক করে দিয়ে বলেছেন, পোলিশ জনগণকে আর কখনো অপমান করবেন না। ইউক্রেনীয় শস্য আমদানি ঘিরে কূটনৈতিক বিরোধের মধ্যেই এই মন্তব্য করলেন পোলিশ প্রধানমন্ত্রী। অবশ্য এই দুই দেশের মধ্যকার উত্তপ্ত বিরোধ নিষ্পত্তিরও চেষ্টা করছেন পোলিশ প্রেসিডেন্ট। টানা দেড় বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসন মোকাবিলায় এবং একইসঙ্গে মস্কোর সেনাদের বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে কিয়েভকে অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্রসহ মিত্র ইউরোপীয় দেশগুলো। এমনকি প্রতিবেশী পোল্যান্ডও ছিল ইউক্রেনকে অস্ত্র সরকরাহকারী দেশের তালিকায়।তবে ইউক্রেনের অন্যতম কট্টর মিত্র বলে পরিচিত এই দেশটির সঙ্গে ইউক্রেনীয় শস্য আমদানির ইস্যুতে পোল্যান্ডের উত্তেজনা চলছে। এমনকি দিন দু’য়েক আগে কিয়েভকে আর অস্ত্র সরবরাহ না করার ঘোষণাও দিয়েছে দেশটি।জানা গেছে, পোল্যান্ড গত সপ্তাহে ইউক্রেনের শস্য আমদানির ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। আর এটিই ওই প্রতিবেশীর সাথে কিয়েভের সম্পর্ককে তলানিতে নিয়ে যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct