আপনজন ডেস্ক: গণমাধ্যম প্রতিষ্ঠান ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ‘মিডিয়া মোগল’ খ্যাত মার্কিন ধনকুবের রুপার্ট মারডক। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠান দু’টির কর্মীদের উদ্দেশে লিখিত বার্তায় এ ঘোষণা দেন তিনি। বার্তায় ৯২ বছর বয়সী রুপার্ট মারডক বলেন, ‘পেশাগত জীবনজুড়ে আমি প্রতিদিন নানা খবর ও চিন্তভাবনার সঙ্গে জড়িয়ে ছিলাম। সেটিতে কোনো পরিবর্তন আসবে না। আমাদের দলটি সত্যিকার অর্থে খুবই মেধাবী। তা জানার পর অন্য কোনো ভূমিকায় কাজ করার জন্য এটি আমার জন্য উপযুক্ত সময়।’ জানা গেছে, চলতি বছরের নভেম্বর থেকে রুপার্ট মারডকের এই অবসর কার্যকর হবে। এর মধ্য দিয়ে গণমাধ্যম ব্যবসায় তার ৭০ বছরের দীর্ঘ পরিক্রমা শেষ হতে যাচ্ছে।ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশন পৃথক বিবৃতিতে জানিয়েছে, রুপার্ট মারডকের স্থলাভিষিক্ত হবেন তার ছেলে লাকলান মারডক। তিনি একই সঙ্গে ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। অবশ্য তিনি আগে থেকেই ফক্স করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।বাবার অবসরের বিষয়টি উল্লেখ করে লাকলান মারডক জানিয়েছেন, ‘ফক্স এবং নিউজ করপোরেশনের পরিচালনা পর্ষদ, বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় কর্মকর্তা এবং এই দুই প্রতিষ্ঠানের সব অংশীদারদের পক্ষ থেকে আমি আমার বাবাকে তার ৭০ বছরের অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানাই।’ আনুষ্ঠানিকভাবে রুপার্ট মারডক অবসর গ্রহণ করলেও তাকে ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের ইমেরিটাস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে সম্মানিত করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct